v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অলিম্পিকের মাধ্যমে চীন ও বিভিন্ন দেশের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বেড়েছেঃ ছিন কাং
2008-08-26 18:30:32
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৬ আগস্ট পেইচিংয়ে বলেন, অলিম্পিক গেমসের সফলতা চীন ও বিভিন্ন দেশের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়িয়েছে এবং বিভিন্ন দেশ এর মধ্য দিয়ে আরো সার্বিকভাবে চীনকে জেনেছে।

    এ দিন অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে ছিন কাং বলেন, চীনের খেলোয়াড় ও বিশ্বের অন্য দেশ ও অঞ্চলের খেলোয়াড়দের যৌথ প্রচেষ্টায় পেইচিং অলিম্পিক গেমসে অলিম্পিক ক্রীড়ার মানের উন্নতি হয়েছে এবং অলিম্পিক চেতনার ব্যাপ্তি আরো বেড়েছে। তারা পদক পান বা না পান, যাই হোক না কেন, তারা অলিম্পিক চেতনার সম্প্রসারণ এবং অলিম্পিক ক্রীড়াকে জনপ্রিয় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

    ছিন কাং আরো বলেন, চীন এখনো একটি উন্নয়নশীল বড় দেশ। চীন অন্য দেশের জনগণের সঙ্গে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, অভিন্ন উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য নিজের অবদান রাখতে চায়। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China