v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের চতুর্দশ দিনে ১০টি ইভেন্টে স্বর্ণ পদকের প্রতিযোগিতা হয়েছে
2008-08-22 19:58:00

২২ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের চতুর্দশ দিনে ২১টি ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে। এদিন বিকেল ৬'টা পর্যন্ত মোট ১০টি ইভেন্টে স্বর্ণ পদকের প্রতিযোগিতা হয়েছে।

অলিম্পিক গেমসের নারীদের সাইক্লিং বি এম এক্স প্রতিযোগিতায় ফ্রান্সের খেলোয়াড় ছোসোন অ্যানি ক্যারোলিন চ্যাম্পিয়ন হয়েছেন। তার আরেকজন কর্মী লা কোর্গুইলা লাইতিশিয়া রৌপ পদক পেয়েছেন। মার্কিন খেলোয়াড় কিনটনার জিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। সাইক্লিং বি এম এক্স প্রথমবারের মত অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হচ্ছে। সেজন্য ফ্রান্সের পাওয়া এ স্বর্ণ পদক হচ্ছে অলিম্পিক গেমসে এ প্রতিযোগিতার প্রথম স্বর্ণ পদক।

অলিম্পিক গেমসের পুরুষদের সাইক্লিং বি এম এক্স প্রতিযোগিতায়লাতভিয়ার খেলোয়াড় মারিস স্ট্রমবার্গস্ স্বর্ণ পদক পেয়েছেন।

অলিম্পিক গেমসের পুরুষদের ধীচ ভলিবলের ডাবলসের ফাইনালে মার্কিন খেলোয়াড় টড রজার্স ও ফিল ডালহাওসার ২:১ পয়েন্টে ব্রাজিলকে পরাজিত করে স্বর্ণ পদক পেয়েছেন।

পেইচিং অলিম্পিক গেমসের পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় ইতালির ২৪ বছরের খেলোয়াড় আলেক্স সোয়াজির স্বর্ণ পদক পেয়েছেন। এ নৈপুণ্য ২০ বছর আগের সোভিয়েট ইউনিয়নের খেলোয়াড়গণের অলিম্পিক রেকর্ড ছাড়িয়ে গেছে।

পেইচিং অলিম্পিক গেমসের ক্যারোইং পুরুষদের ব্যক্তিগত ১ হাজার মিটার প্রতিযোগিতায় ব্রিটেনের খেলোয়াড় টিম ব্রাবানটস্ স্বর্ণ পদক পেয়েছেন।

এদিন পুরুষদের ব্যক্তিগত রোয়িং ফাইনালে হাংগেরির খেলোয়াড় ভাজ্ডা অ্যট্টিলা সানডোর স্বর্ণ পদক পেয়েছেন।

পুরুষদের ডাবল রোয়িং ১ হাজার মিটার ফাইনালে বেলারুসের খেলোয়াড় বাডানোভিচ অ্যানদ্রি স্বর্ণ পদক পেয়েছেন।

এদিন নারীদের চারজনের রোয়িং ৫ শ' মিটার ফাইনালে জার্মানী দল স্বর্ণ পদক পেয়েছে।

এ ছাড়া পুরুষদের ডাবল ক্যানোইং ১ হাজার মিটার ফাইনালে জার্মানী স্বর্ণ পদক পেয়েছে।

পেইচিং অলিম্পিক গেমসের পুরুষদের চারজন ক্যানোইং ১ হাজার মিটার ফাইনালে বেলারুস স্বর্ণ পদক পেয়েছে।--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China