চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ আগস্ট সকাল আটটা পর্যন্ত ইয়ুন নান প্রদেশের ইয়িং চিয়াং জেলায় রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ৩জন নিহত ,১৫জন গুরুতর আহত ও ৫৫জন সামান্য আহত হয়েছে, কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। ভূমিকম্পের পর পরই ১লাখ ২০ হাজার অধিবাসীকে জরুরী ভিত্তিতে স্থানান্তর করা হয়েছে।
চীনের জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানা গেছে, ২১ আগস্ট রাত আটটা ২৪ মিনিটে দক্ষিণ চীনের ইয়ুন নান প্রদেশের তে হোং তাই জাতি ও চিং বো জাতি স্বায়ত্তশাসিত বিভাগের ইয়িং চিয়াং জেলায় এ ভূমিকম্প হয়। বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় জরুরী ত্রাণ কাজ শুরু করেছে। (লিলু) |