পাকিস্তান নির্বাচন কমিশনের সচিব কানওয়ার দিলশাদ ২২ আগস্ট ইসলামাবাদে ঘোষণা করেন, পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
দিলশাদ বলেন, নির্বাচন কমিশন ২৬ আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট পদ প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করবে এবং ২৮ আগস্ট প্রেসিডেন্ট পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করবে। ৬ সেপ্টেম্বরের সকাল দশটা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।
ক্ষমতাসীন পিপলস পার্টি ও মুসলিম লীগ(এন) এখনো প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন বিষয়ে মতৈক্যে পৌঁছে নি। মুসলিম লীগ(এন) আশা করে, পাকিস্তানের ছোট প্রদেশ থেকে প্রেসিডেন্টের পদপ্রার্থী নির্বাচন করা হবে। কিন্তু পিপলস পার্টি এই পার্টির যুগ্ম চেয়ারম্যান আসিফ জারদারিকে প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে চায়। (ইয়ু কুয়াং ইউয়ে) |