২২ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের চতুর্দশ দিনে ২১টি ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে। এদিন বিকেল ৫'টা পর্যন্ত মোট ৪টি ইভেন্টে স্বর্ণ পদকের প্রতিযোগিতা হয়েছে।
অলিম্পিক গেমসের নারীদের সাইক্লিং বি এম এক্স প্রতিযোগিতায় ফ্রান্সের খেলোয়াড় ছোসোন অ্যানি ক্যারোলিন চ্যাম্পিয়ন হয়েছেন। তার আরেকজন কর্মী লা কোর্গুইলা লাইতিশিয়া রৌপ পদক পেয়েছেন। মার্কিন খেলোয়াড় কিনটনার জিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। সাইক্লিং বি এম এক্স প্রথমবারের মত অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হচ্ছে। সেজন্য ফ্রান্সের পাওয়া এ স্বর্ণ পদক হচ্ছে অলিম্পিক গেমসে এ প্রতিযোগিতার প্রথম স্বর্ণ পদক।
অলিম্পিক গেমসের পুরুষদের সাইক্লিং বি এম এক্স প্রতিযোগিতায়লাতভিয়ার খেলোয়াড় মারিস স্ট্রমবার্গস্ স্বর্ণ পদক পেয়েছেন।
অলিম্পিক গেমসের পুরুষদের ধীচ ভলিবলের ডাবলসের ফাইনালে মার্কিন খেলোয়াড় টড রজার্স ও ফিল ডালহাওসার ২:১ পয়েন্টে ব্রাজিলকে পরাজিত করে স্বর্ণ পদক পেয়েছেন।
পেইচিং অলিম্পিক গেমসের পরুষদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় ইতালির ২৪ বছরের খেলোয়াড় আলেক্স সোয়াজির স্বর্ণ পদক পেয়েছেন। এ নৈপুণ্য ২০ বছর আগের সোভিয়েট ইউনিয়নের খেলোয়াড়গণের অলিম্পিক রেকর্ড ছাড়িয়ে গেছে। --ওয়াং হাইমান
|