২১ আগস্ট চীনের সিছুয়ান প্রাদেশিক সরকার সূত্রে জানা গেছে, ২০০৮ চীনের নারীদের জুতা তৈরী নগরের তৃতীয় আন্তর্জাতিক ক্রয় উত্সব ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সিছুয়ান প্রদেশের রাজধানী ছাংতুতে অনুষ্ঠিত হবে। ১২ মে সিছুয়ান ভুমিকম্পের পর এটা হবে সিছুয়ানে আয়োজিত প্রথম বড় আকারের আন্তর্জাতিক প্রদর্শনী।
চীনের হালকা শিল্প ফেডারেশন, সিছুয়ান প্রাদেশিক সরকার ও চীনের চামড়া শিল্প সমিতির যৌথ উদ্যোগে এবারের আন্তর্জাতিক ক্রয় উত্সব অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ছ'টি নামকরা আন্তর্জাতিক জুতা শিল্প সংস্থা ও ইউরোপের ৩৮টি প্রথম শ্রেণীর জুতা শিল্প প্রতিষ্ঠান এবারের ক্রয় ইত্সবে অংশ নেয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে।
জানা গেছে, গত বছর সিছুয়ানের জুতা রপ্তানীর মূল্য ছিল ২৬.৫ কোটি মার্কিন ডলার। যদিও এ বছর ভূমিকম্প দুর্যোগ সিছুয়ানের জুতা শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, তবে তা গুরুতর নয়। সিছুয়ানের জুতা শিল্পে এখনো উত্সাহব্যঞ্জক প্রাণশক্তি রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে) |