v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় ও জনগণ একই সঙ্গে অলিম্পিক গেমস উপভোগ করছেন
2008-08-21 17:18:00
    দক্ষিণ কোরিয়ার তোং –এ ইবো পত্রিকার এক খবরে জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। স্বর্ণ পদক বিজয়ীদের ওপর নজর রাখার পাশাপাশি তারা অন্য খেলোয়াড়দেরকেও উত্সাহ দিতে ভুলেন না।

    জানা গেছে, দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন ইভেণ্টের সাফল্যে বেশি আনন্দ উপভোগ করেন। সফলতা না পেলেও তারা অখুশি এবং দুংখবোধ করেন ও কান্না করি নি। নির্দিষ্ট লক্ষ্য অর্জন না করলেও তারা তাঁরা স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। তা আগের অলিম্পিক গেমসের মতো নয়।

    খবরে আরও জানা গেছে, দর্শকদের দৃষ্টিভঙ্গীও পরিবর্তিত হয়েছে। পদক পাওয়া সম্ভব খেলোয়াড়রা অবশেষে কোনো পদক না পেলেও দর্শকরা তাদের উত্সাহিত করেন।

    এ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার কওয়াতোং বিশ্যবিদ্যালয়ের অধ্যাপক পার্ক চিন-ইয়ুং বলেছেন, স্বর্ণপদক বিজয়ীকে এক নম্বরে না রেখে এবং প্রতিযোগিতার ফলাফল পাশে রেখে প্রতিযোগিতার প্রক্রিয়া উপভোগ করা হচ্ছে এবারের অলিম্পিক গেমসের ঐতিহ্য।

(ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China