v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং আলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকদের সেবা বিশ্বের প্রশংসা পেয়েছে
2008-08-20 21:27:04
একটি সফল অলিম্পিক গেমসের আয়োজন করা স্বেচ্ছাসেবকদের আন্তরিক অংশ ও নিঃস্বার্থ অবদান ছাড়া সম্ভব নয় । পেইচিং অলিম্পিক গেমস চলাকালে প্রায় ১৭ লাখ স্বেচ্ছাসেবক যার যার কর্মস্থানে তাদের আন্তরিক সেবা দান করছেন । এর মধ্যে হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চল এবং বিদেশের স্বেচ্ছাসেবকগণও রয়েছেন । স্বেচ্ছাসেবকদের চেষ্টা ও সেবা অলিম্পিক গেমসের স্থিতিশীলতাকেনিশ্চিত করেছে । তারা দেশিবিদেশী অতিথি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের ভূয়সী প্রশংসা পেয়েছেন ।

১৮ আগষ্ট পেইচিং আন্তর্জাতিক তথ্য কেন্দ্রের এক সংবাদ সম্মেলনে পেইচিং অলিম্পিকের সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগের প্রধান লিউ চিয়েন জানান ,ভিন্ন দায়িত্ব অনুযায়ী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকরাপ্রতিযোগিতা-স্বেচ্ছাসেবক এবং শহর ও সমাজ-স্বেচ্ছাসেবকে বিভক্ত । পেইচিং অলিম্পিক গেমসে ৭০ হাজার প্রতিযোগিতা স্বেচ্ছাসেবক, ৪ লাখ শহর স্বেচ্ছাসেবক এবং দশ লাখেরও বেশি সমাজ-স্বেচ্ছাসেবক পরিসেবার কাজে নিয়োজিত আছেন । এ সম্পর্কে তিনি বলেন , স্বেচ্ছাসেবকের মৃদু হাসি পেইচিংয়ের সবচেয়ে ভাল পরিচায়ক । তারা যার যার কর্মস্থানে অলিম্পিক গেমসের জন্য পেশাদারী সেবা দান করছেন । প্রতিযোগিতার শুরু থেকে এ পর্যন্ত মোট ৭৭ হাজার ১১৯জন স্বেচ্ছাসেবক ৬১টি ক্ষেত্রে সেবাদান করছেন । এছাড়া ৫৫০টি শহর সেবা কেন্দ্র সবার সেবাদান করছে । পাশাপাশি আমাদের শহর স্বেচ্ছাসেবক ও সমাজ স্বেচ্ছাসেবকরাও সবার জন্য কার্যকর সেবা করছেন ।

লিউ চিয়েন বলেন , স্বেচ্ছাসেবকদের হাসি ও সেবা বিশ্বের প্রশংসা লাভ করেছে । জানা গেছে , জাতিসংঘ মহাসচিব বান কি-মুন তাঁর শুভেচ্ছাবাণীতে পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক এবং চীনা জনগণের জীবনযাত্রা উন্নত করার জন্য লক্ষ্যণীয়অবদান রেখেছেন এমন স্বেচ্ছাসেবকদের উত্সাহিত ও প্রশংসা করেছেন । পেইচিং অলিম্পিকের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি , আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়াম্যান জ্যাক রগে এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটির চেয়ারম্যান ফিলিপ ক্রাভেন পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকদের উচ্চ মূল্যায়ন করেছেন । স্বেচ্ছাসেবকদের কাজ সম্পর্কে প্রধান প্রধানআন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর রিপোর্টে প্রশংসা করে বলা হয়েছে , তরুণ তরুণীকে প্রধান করে গঠিত পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক দল পেইচিং ও চীনের ভাবমূর্তির প্রতিনিধিত্বকরেছে ।

জানা গেছে , পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক নিয়োগের কাজ শুরু হওয়ার পর সারা বিশ্বে প্রায়১১ লাখ ২০ হাজার লোক নাম লিখিয়েছেন । এটা ইতিহাসের একটি রেকর্ড সৃষ্টি করেছে ।

স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সম্পর্কে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগের উপপ্রধান চাং চুমিং বলেন , আমরা প্রশিক্ষণ শিবির পদ্ধতির মাধ্যমে প্রধান স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়েছি । পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে বেশির ভাগ আবেদনকারীদের প্রশিক্ষণ দিয়েছি । তাছাড়া আমরা কড়াকড়িভাবে সকল স্বেচ্ছাসেবকদের পরীক্ষানিরিক্ষা করেছে ।

স্বেচ্ছাসেবকদের মধ্যে বেশির ভাগ হংকং , ম্যাকাও ও তাইওয়ান এবং প্রবাসীচীনা ও বিদেশী স্বেচ্ছাসেবক রয়েছেন । তারা যার যার অভিজ্ঞতা ও ভাষার মাধ্যমে চমত্কারভাবে সেবা করেছেন ।

তাইওয়ানের সু ফিথিং বহু বছর ধরে স্বেচ্ছাসেবক কাজ করেছিলেন । এবার পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক হতে পেরে তিনি খুব গর্বিত । তিনি বলেন , এবারের অলিম্পিক গেমসের মাধ্যমে সবাই স্বেচ্ছাসেবকের ধারণা নিজের হৃদয়ে ধরে রেখেছেন । সবাই জানতে পারবে , প্রতিটি লোক স্বেচ্ছাসেবক হতে পারেন । স্বেচ্ছাসেবক হিসেবে যে কোনো জায়গায় অন্য লোকের সেবা করতে পারেন । তাহলে আপনার এই আচরণ স্বেচ্ছাসেবকের আচরণ । জানা গেছে , অলিম্পিক গেমসের তুলনায় পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমস স্বেচ্ছাসেবকের কাছে আরও উন্নত মানের সেবা দাবী করে । পেইচিং অলিম্পিক গেমস শেষ হওয়ার পর অলিম্পিক প্রতিযোগিতারপ্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবক এবং ৪ লাখ শহর স্বেচ্ছাসেবক ও ১০ লাখ সামাজিক স্বেচ্ছাসেবক অব্যাহতভাবে পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের জন্য সেবা প্রদান করবেন ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China