এ পর্যন্ত পেইচিং অলিম্পিক স্টেডিয়ামগুলো উচ্চ কারিগরি মান নিয়ে কার্যকরভাবে চালু হয়েছে । তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ২০ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির একজন কর্মকর্তা পেইচিং আন্তর্জাতিক সংবাদ কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির স্টেডিয়াম কর্তৃপক্ষের উপপরিচালক ইয়াও হুই এক সংবাদ সম্মেলনে বলেন, এবারের অলিম্পিক গেমস শুরু হওয়ার পর বিভিন্ন স্টেডিয়ামের অবস্থা দেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জাক রগে সন্তোষ প্রকাশ করেন। সুতরাং, ১৬ আগস্ট থেকে প্রতিদিন পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যানের সঙ্গে সমন্বিত সম্মেলন আয়োজনের পরিকল্পনা বাতিল করেছেন। এটি অলিম্পিক গেমসের ইতিহাসে অভূতপূর্ব।
জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমস শুরু হওয়ার পর, বিভিন্ন স্টেডিয়ামে ৪৩ লাখ দর্শক উপস্থিত ছিল। এ সময় কোন নিরাপত্তা বিঘ্নিত হয় নি এবং গণ-শৃঙ্খলা সমস্যার সৃষ্টি হয়নি। --ওয়াং হাইমান |