v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের দ্বাদশ দিনে ৩টি ইভেন্টে স্বর্ণ পদকের প্রতিযোগিতা হয়েছে
2008-08-20 16:50:28

     ২০ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের দ্বাদশ দিনে ১১টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। এদিন বেলা ৩'টা পর্যন্ত মোট ৩টি ইভেন্টে স্বর্ণ পদকের প্রতিযোগিতা হয়েছে।

     সকালে অনুষ্ঠিত নারীদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতার প্রতিযোগিতায় রাশিয়ার খেলোয়াড় লারিসা ইল ছেনকো চ্যাম্পিয়ন হয়েছেন। এ প্রতিযোগিতা প্রথমবারের মতো অলিম্পিক গেমসে প্রবেশিত। সুতরাং, লারিসা এ প্রতিযোগিতার প্রথমজন অলিম্পিক চ্যাম্পিয়ন।

    এদিন ছিং তাও-এ অনুষ্ঠিত পেইচিং অলিম্পিক গেমসের নারীদের সেইলিং "আর এস: এক্স" পর্যায়ের প্রতিযোগিতায় চীনা খেলোয়াড় এবং এথেন্স অলিম্পিক গেমসের রূপা জেতা ইন চিয়ান এবারের স্বর্ণ পদক পেয়েছেন। এটিও চীনা দল নারীদের সেইলিং প্রতিযোগিতায় অর্জিত প্রথমটি স্বর্ণ পদক।

   পেইচিং অলিম্পিক গেমসের পুরুষদের সেইলিং "আর এস: এক্স" পর্যায়ের প্রতিযোগিতায়নিউজিল্যান্ডের খেলোয়াড় টম আশলি স্বর্ণ পদক পেয়েছেন। --ওয়াং হাইমান

 

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China