v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ফেন্সিং প্রতিযোগিতার দ্রুত উন্নয়নের ক্ষেত্রে তা শুধু ইউরোপই অগ্রগামী নয়ঃ লেনে রোচ
2008-08-19 21:21:54

    ইতালিতে শুরু এবং উন্নয়ন হওয়া ফেন্সিং প্রতিযোগিতা আধুনিক অলিম্পিক গেমসে ঢোকার পর চলছিল ইউরোপীয় খেলোয়াড়দের পদক পাওয়ার প্রতিযোগিতা। এর মধ্যে ফ্রান্স ও ইতালি পৃথক পৃথকভাবে এক শ'রও বেশি ফেন্সিং ক্ষেত্রের অলিম্পিক পদক পেয়েছে। তবে এ প্রতিযোগিতা বিশ্বে দ্রুতভাবে উন্নয়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ ও অঞ্চলের ফেন্সিং-এর মানও ব্যাপকভাবে উন্নত হয়েছে। আন্তর্জাতিক ফেন্সিং ফেডারেশনের চেয়ারম্যান লেনে রোচ সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারের একজন বিশেষ সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, এখন ইউরোপীয়রাও স্বীকার করেন যে, ফেন্সিং সত্যিকারভাবে শুধু ইউরোপের নিজের নয়। 

    লেনে রোচ এবারের অলিম্পিক গেমসে মার্কিন নারী খেলোয়াড়দের ব্যক্তিগত ফেন্সিং প্রতিযোগিতার ভাল নৈপুণ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন: " নারীদের ব্যক্তিগত ফেন্সিং প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভকারী সবাই মার্কিন খেলোয়াড়। এ চমত্কার নৈপুন্য থেকে পরিষ্কার বোঝা যায় যে, ফেন্সিং প্রতিযোগিতা বিশ্বে সুষ্ঠুভাবে উন্নয়নের প্রবণতা সৃষ্টি করেছে। একই সঙ্গে এটিও প্রমাণ করেছে যে, ফেন্সিং প্রতিযোগিতা শুধু ইউরোপী যাত্রদের নিজেদের নয়।"

    এবারের পেইচিং অলিম্পিক গেমসে চীনা খেলোয়াড় চুং মান পুরুষদের ফেন্সিং প্রতিযোগিতায় প্রথম স্বর্ণ পদক পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় নাম ইয়ুনহি নারীদের ব্যক্তিগত ফেন্সিং প্রতিযোগিতায় ইতালির একজন বিখ্যাত খেলোয়াড়কে হারিয়ে দিয়ে ফাইনালে প্রবেশ করেছেন। এ সব থেকে বোঝা যায় যে, বর্তমানে ফেন্সিং অভিযান ইউরোপ ছড়িয়ে অন্যদেশেও অগ্রগতি হচ্ছে।

    রোচ আনন্দের সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র, চীন এবং দক্ষিণ কোরিয়া ছাড়া, ফেন্সিং আফ্রিকায়ও একটি সুষ্ঠু উন্নয়নের প্রবণতা সৃষ্টি করেছে। তিনি বলেন :" আমি মনে করি, সবাই নিশ্চিতভাবে দেখেছেন যে, আফ্রিকার একজন নারী খেলোয়াড় এবারের অলিম্পিক গেমসে ফেন্সিং প্রতিযোগিতার ফোয়ার্টার ফাইনালে উঠেছেন। এটি হচ্ছে এ প্রতিযোগিতায় আফ্রিকার খেলোয়াড়গণের প্রথমবারের মতো অলিম্পিক গেমস প্রতিযোগিতার প্রথম আটে অবস্থান নেয়া। এ ফলাফল কেবল যে ফেন্সিং-এর সুষ্ঠু বিশ্বায়নের প্রবণতাকেই প্রতিফলিত করেছে তা নয়। তা বিভিন্ন দেশের ফেন্সিং প্রতিযোগিতার ক্ষেত্রে উত্সাহও সৃষ্টি করেছে।"

    ফেন্সিং চর্চায় অংশগ্রহণকারীদের সংখ্যা অন্যান্য প্রতিযোগিতার চেয়ে একটু কম থাকার কারণে তা অলিম্পিক গেমস থেকে প্রত্যাহার হওয়ার উদ্বোগের প্রেক্ষাপটে রোচ বলেন, এখন আন্তর্জাতিক ক্রীড়া পরিবারে ফেন্সিং প্রতিযোগিতা নিজের একটি গুরুত্বপূর্ণ স্থানে দখল আছে। তিনি বলেন:" আন্তর্জাতিক ক্রীড়া ফোরামে ফেন্সিং প্রতিযোগিতার একটি ভাল স্থান রয়েছে। এমন কি, তাকে সবচে' গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়। তবে এ ব্যাপারে আমাদের আরো বেশি চেষ্টা করা উচিত। ফেন্সিং প্রতিযোগিতাকে বেশি জানার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা করবো।"

    চীনে ফেন্সিং প্রতিযোগিতার উন্নয়নে রোচ খুবই সন্তোষ প্রকাশ করেন। তিনি স্বাভাবিকভাবে কয়েকজন চীনা খেলোয়াড়দের নাম বলতে পারেন। তিনি মনে করেন, চীন যত তাড়াতাড়ি সম্ভব ফেন্সিং প্রতিযোগিতার শক্তিশালী দল হিসেবে প্রবেশ করলে , তা নিশ্চিতভাবে এ প্রতিযোগিতার উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম হবে। তিনি বলেন :" চীন ফেন্সিং প্রতিযোগিতায় নিজের ব্যাপক উন্নয়ন অর্জন করেছে। এবারের অলিম্পিক গেমসে চীনা দলও স্বর্ণ পদক পেয়েছে।এটি ফেন্সিং প্রতিযোগিতার সার্বিক উন্নয়নের জন্য একটি শুভ দিক । চীন ফেন্সিং প্রতিযোগিতা ক্ষেত্রের একটি শক্তিশালী দেশ হলে ,তা ফেন্সিং ক্ষেত্রে নিজেদের উন্নয়নের জন্যও একটি ভাল খবর।"

    চীনের ফেন্সিং প্রতিযোগিতার উন্নয়নের জন্য রোচ নিজের মতামতও দিয়েছেন। তিনি মনে করেন, চীনের উচিত যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট প্রশিক্ষণ স্কুল স্থাপন করা। যাতে শিশুদেরকে প্রাথমিকভাবে এ প্রতিযোগিতার চর্চা করানো যায়। তিনি বলেন: " চীনে ফেন্সিং প্রতিযোগিতার উন্নয়ন করার জন্য একটি ভাল ফেন্সিং স্কুল প্রতিষ্ঠা করা বেশি জরুরি । শিশুরা যত তাড়াতাড়ি সম্ভব এ প্রতিযোগিতার ওপর চর্চা করলে চীনা ফেন্সিং প্রতিযোগিতায় ব্যাপক সফলতা অর্জন সম্ভব হবে।"

    শিশুরা কীভাবে ফেন্সিং প্রতিযোগিতায় চর্চা করবে? এ সম্পর্কে রোচ তার বহু বছরের অভিজ্ঞতা নিয়ে নিজের নির্দিষ্ট মতামত দাখিল দিয়েছেন। তিনি বলেন :" ইপি'র শুরুতেই চর্চা করা বেশি ভাল, বরং ফয়েল নয়। এ ব্যাপারে এটি অনেক ক্ষেত্রেই ইউরোপীয়দের একটি ভুল। সাধারণত বেশি কঠিন ফয়েলের শুরুতেই চর্চা করা তাদের প্রথম বাছাই। আসলে এটি ঠিক নয়। ইপি'র শুরুতেই চর্চা বাছাই করা উচিত , তরুণ-তরুণীদের যে এ প্রতিযোগিতার জন্য চর্চা করা সহজ, তা তাদের বাবা মাকেও বেশ সহজভাবে বুঝানোও উচিত । একটু বেশি সময় ইপি' চর্চার পর, পুনরায় ফয়েল বা সাবরেসহ অন্যান্য ধরণের ফেন্সিং প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বেশি ভাল। কারণ ফয়েল ও সাবরের প্রযুক্তিগত মান উচ্চমানের । একই সঙ্গে চর্চায় অংশগ্রহণকারী খেলোয়াড়গণের সুষ্ঠু সমঝোতাও বেশি প্রয়োজন।"--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China