v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অলিম্পিক গেমস চীন বিশ্বে পদার্পনের নতুন সীমারেখা
2008-08-19 19:54:21

    চীনের একটি সংবাদ মাধ্যম পেইচিং অলিম্পিক গেমস মূল্যায়ন করার সময় বলেছে , পেইচিং অলিম্পিক গেমস অবশ্যই একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হবে -- এর আগে চীন তার অর্থনীতি দিয়ে বিশ্বের দরবারে শামিল হয়েছে আর এবারের অলিম্পিকের মাধ্যমে চীনের সমাজ ও সংস্কৃতির ধারা বিশ্বের এক নতুন অবস্থানে উন্নীত হয়েছে ।

    এটা শুধু একটি সংবাদ মাধ্যমের ধারণা নয় । গত ৭ বছরে চীন সরকার অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য যে প্রচেষ্টা চালিয়েছে এবং পেইচিং অলিম্পিক গেমসে যে বৈচিত্রময় আন্তর্জাতিক উপাদান প্রতিফলিত হয়েছে সেসবই সবার বেতর বিশ্বাস জন্মিয়েছেযে, ৩০ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের প্রক্রিয়া অতিক্রম করার চীন আরও ইতিবাচক মনোভাব নিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাড়াচ্ছে। পক্ষান্তরে পেইচিং অলিম্পিক গেমস নিঃসন্দেহে চীনের বিশ্বে পদার্পনের একটি নতুন সীমারেখায় পরিণত হবে ।

    সাত বছর আগে যখন আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান সামারাঞ্চ ২৯তম গ্রীষ্মকালীনঅলিম্পিক গেমস ২০০৮ সালে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে কথাটা ঘোষণাকরছিলেন তখন এই সিদ্ধান্ত চীনা জনগণের মাঝে আনন্দের বন্যাবয়ে আনার সাথেসাথে একটি ভারি দায়িত্বও বয়ে এনেছে ।

    অলিম্পিক গেমস বিশ্বে একটি ক্রীড়া সম্মিলনী । শুধু নিজের আন্তর্জাতিক মর্যাদা উন্নত করার জন্য নয় অলিম্পিক আন্দোলনে নিজের শক্তি প্রয়োগ করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নিজের দায়িত্ব পালনের জন্যই চীন অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হওয়ার আবেদন জানিয়েছিল। গত ৭ বছরে চীন মনোযোগের সঙ্গে একটি সফল অলিম্পিক আয়োজনের জন্য অক্লান্তভাবে চেষ্টা চালিয়েছে । সাত বছর পর পেইচিং অলিম্পিক গেমসের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে অলিম্পিক কমিটির বর্তমান চেয়ারম্যান জ্যাক রগে তার এই আকাঙক্ষার কথা ব্যক্ত করে বলেছেন , অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পেইচিংকে দেয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কখনো অনুশোচনায় ভুগবে না । ৮ আগষ্টেরদিন অলিম্পিক গেমসের আকর্ষণ ও নিখুঁত সাংগঠনিক কাজে সব তর্ক উঠে যাবে ।

    এক বিশ্ব, এক স্বপ্ন" শ্লোগানটিতে যেমন অলিম্পিকের মনোবল তেমনি পেইচিং অলিম্পিক গেমসের লক্ষ্যপ্রতিফলিত হয়েছে । এই শ্লোগান আমাদের আন্তরিক আশাআকাঙ্ক্ষার পরিচায়ক । চীনা জনগণ বিশ্ব জনগণের সঙ্গে মিলে অলিম্পিকের মনোবলের আহবানে বিনিময় ও সহযোগিতা জোরদার করবেন এবং যৌথভাবে আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনে নতুন অধ্যায় সংযোজন করে মানবজাতির জন্য আরও সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবেন । এটা " এক বিশ্ব, এক স্বপ্ন" অলিম্পিক গেমসের প্রধান শ্লোগান সম্পর্কেচীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের ব্যাখ্যা । শ্লোগানটি কেন্দ্রীভূত করে অলিম্পিক মনোবলের মর্মবস্তুকেইপ্রতিফলিত করেছে । এটা বিশ্বের আশাআকাঙ্ক্ষার সঙ্গে চীনের আশাআকাঙ্ক্ষার নিখুঁত সমন্বয় ।

     "আমি ও তুমি , হৃদয়ে হৃদয়ে , একসঙ্গে পৃথিবী পল্লীতে থাকি । স্বপ্নের জন্য হাজার হাজার মাইল অতিক্রম করে পেইচিংয়ে সম্মিলিত হই ।" অলিম্পিক গেমসের থিম গান " আমি ও তুমি" যথাযথ "সবাই এক পরিবারের লোক" সম্পর্কেমানবজাতির এই সুন্দর ইচ্ছাই ব্যক্ত হয়েছে ।

    মিঃ জ্যাক রগে বলেছিলেন , প্রতিটি অলিম্পিক গেমসের যার যার নিজের বৈশিষ্ট্য রয়েছে । চীনের পেইচিং অলিম্পিক গেমস বিশ্বের এক পঞ্চমাংশ লোকসংখ্যাসম্পন্ন দেশের উদ্যোগে আয়োজিত একটি অলিম্পিক গেমস । এটা শুধু পেইচিংয়েরই সম্ভব । পেইচিং অলিম্পিকের ওপর গুরুত্ব দেয়া মানে চীনকে গুরুত্ব দেয়া ।

     আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাবেক বাজার বিষয়ক প্রধান মাইকেল পেইনি বলেন, আমি ১৫টি অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলাম । পেইচিং অলিম্পিক গেমস তার উদ্যোগ রাষ্ট্রের পক্ষে এত গুরুত্বপূর্ণ হয় আগে অনেক অলিম্পিক গেমসেই হয়নি । এখন সারা বিশ্বে চীনের জোয়ার বইছে । চীন পুনরায় আন্তর্জাতিক সম্প্রদায়ে মিশে যাচ্ছে । এটা চীনের জন্য বিশ্বের কাছে নিজেকে প্রদর্শনের একটি চমত্কার সুযোগ ।

     অনেক বিদেশী বন্ধু নিজের অভিজ্ঞতার মাধ্যমে চীনের উন্নয়ন ও চীনা জনগণের বন্ধুত্ব অনুভব করেছেন । নেদারল্যান্ডের একজন পর্যটক বলেন , কেউ চীনের খারাপ কথা বললে আমি তাকে বলব , প্রথমে সেখানে গিয়ে দেখুন। গেলে আপনি বুঝবেন আপনার ধারণা ভুল । চীন একটি সুন্দর দেশ একটি বন্ধুভাবাপন্ন দেশ । --চুং শাওলি

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China