পেইচিং শহরের আবহাওয়া দূষণের হার গত বছরের একই সময়ের তুলনায় ব্যাপক কমে গেছে। অলিম্পিক গেমস আয়োজনকালে পেইচিং-এর বায়ুর গুণগত মান একটি সুষ্ঠু মানদন্ডে রাখার প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে। ১৯ আগস্ট পেইচিং পরিবেশ সুরক্ষা ব্যুরোর উপমহাপরিচালক তু শাও চুং এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, ১ থেকে ১৮ আগস্ট পর্যন্ত পেইচিং শহরের বায়ুর গুণগত মান প্রতিদিনই মানদন্ড অনুযায়ী ছিল। এ কারণে ১০টি প্রথম পর্যায়ের আবহাওয়া সনদ পেয়েছে, যা মোট দিনের অর্ধেকও বেশি বলে ১০ বছরের মধ্যে সবচে' ভাল মানের গড় সৃষ্টি করেছে।
তাছাড়া, পেইচিং অলিম্পিক গেমসের আবহাওয়া সেবা দলের প্রধান কুও হু জানিয়েছেন যে, পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের দিন আবহাওয়া মেঘলা থাকবে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, আবহাওয়া দল ২২ আগস্ট "বার্ড নেস্ট"-এর কাছাকাছি অঞ্চলের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিস্তারিত পূর্বাভাস দেবে।--ওয়াং হাইমান
|