সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে,১৮ আগস্ট পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পারভেজ মুশাররফের পদত্যাগের সিদ্ধান্তের ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।তারা বলেন,এ সিদ্ধান্ত দেশের স্বার্থের সংগে সংগতিপূর্ণ।
পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারি জানান,মুশাররফের বিদায় জনগণের বিজয়,এ ঘটনা দেশের গণতন্ত্র সুসংহত করবে। পাকিস্তান মুসলিম লিগ-এনের নেতা নওয়াজ শেরিফ একে "গণতন্ত্রের বিজয়" বলে আখ্যায়িত করেছেন।সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-কিউয়ের চেয়ারম্যান চৌধুরী শুজাত বলেন,রাজনৈতিক প্রতিরোধ এড়াতে ও দেশের স্বার্থে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ এ সিদ্ধান্ত নেন।
১৮ আগস্ট জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে মুশাররফ পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, পার্লামেন্টের যেমন প্রেসিডেন্টকে অভিশংসনের উদ্যোগ নেওয়ার ক্ষমতা আছে তেমনি অভিশংসনের মুখোমুখি হওয়ার ক্ষমতা তার আছে।তবে দেশের আরো বিশৃংখলা এড়ানোর জন্য তিনি বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।(শিয়ে নান) |