পাকিস্তানের জাতীয় পরিষদের স্পীকার ফাহমিদা মির্জা ১৮ আগস্ট সন্ধ্যায় প্রেসিডেন্ট পারভেজ মুশরররফের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন । ১৯ আগস্ট পাকিস্তানের ডন পত্রিকা এ খবর জানিয়েছে ।
ফাহমিদা মির্জা ১৯ আগস্ট পাকিস্তানের নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী ভবহনসহ বিভিন্ন বিভাগের কাছে মুশাররফের পদত্যাগ পত্র দাখিল করার কথা ।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী , মুশাররফ পদত্যাগের পর পার্লামেন্টের উচ্চ কক্ষর স্পীকার মুহাম্মাদ মিয়ান সুমরো অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন । ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে । (শুয়েই ফেই ফেই) |