v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
মুশাররফের পদত্যাগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া
2008-08-19 11:40:01

    পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১৮ আগস্ট পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৮ আগস্ট বলেন , তার কার্যমেয়াদে চীন-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের জন্য মুশাররফ যে অবদান রেখেছেন চীন তার ইতিবাচক মূল্যায়ন করে । চীন আন্তরিকভাবে আশা করে পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীল ও অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে ।

    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনড্রো ও পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিত্সা রাইস এ দিন পৃথক পৃথক বিবৃতিতে আল-কায়েদা ও অন্যান্য চরমপন্থী সংগঠনের ওপরে আঘাত হানার জন্য মুশররফ যে চেষ্টা করেছেন তার প্রশংসা করেন । তারা বলেন , যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে অর্থনীতি , রাজনীতি ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখবে ।

    ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড মিলিব্যান্ড এ দিন বলেন , ব্রিটেন পাকিস্তানের জনগণের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক এবং ব্রিটেন পাকিস্তান সরকারের সঙ্গে সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখতে চায় ।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দেই রেস্তেরেংকো নেস্টেরেন্কো ১৮ আগস্ট বলেন , রাশিয়া আশা করে মুশাররফের পদত্যাগ পাকিস্তানে নেতিবাচক প্রভাব ফেলবে না এবং সন্ত্রাস দমন এবং অন্যান্য বিশ্ব হুমকি মোকাবিলায় দু'দেশের সহযোগিতা আরো গভীর হবে ।

    মুশাররফের পদত্যাগ ভারতের তথ্য মাধ্যমের দৃষ্টিও আকর্ষণ করেছে , তবে ভারত সরকার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার । (শুয়েই ফেই ফেই)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China