v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক প্রদর্শনী ১৮ আগষ্ট শেষ
2008-08-18 18:05:33

    পেইচিং অলিম্পিক প্রদর্শনী--২০০৮ ১৮ আগষ্ট শেষ হয়েছে । ১১ দিনব্যাপী এ প্রদর্শনী বিশ্বের ৮০ হাজার দর্শক পরিদর্শন করেছে ।

     জানা গেছে , বিশ্বের প্রথম অলিম্পিক প্রদর্শনী হিসেবে পেইচিং অলিম্পিক প্রদর্শনীতে দেশবিদেশের বিপুল ডাকটিকেট, সংগৃহীত দ্রব্য ও শিল্পকর্ম প্রদর্শিতহয়েছে । এর মধ্যে রয়েছে সুইজাল্যান্ডের লোওসান অলিম্পিক যাদুঘরের মূল্যবান দ্রব্য যা প্রথমবারের মতো বিদেশে প্রদর্শিত হলো , লোওসান যাদুঘরে দেয়া সামারাঞ্চের সংগৃহীত দ্রব্য, পেইচিং অলিম্পিক গেমসের জন্য কানাডার রাজ্যকীয় টাকশালের তৈরী একশ কেজি ওজনের স্বর্ণ মুদ্রাসহ নানা মূল্যবান দ্রব্য ।

    জানা গেছে , পেইচিং অলিম্পিক প্রদর্শনী আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন ক্ষেত্রের প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে । আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্পষ্টভাষায় অলিম্পিক প্রদর্শনীকে অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক ও সরকারী প্রদর্শনীহিসেবে ঘো ষণা করেছে ।--চুং শাওলি

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China