আফগানিস্তান মোতায়েন মার্কিন বাহিনী ১৮ আগস্ট জানিয়েছেন, পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটি গাড়ি বোমা বিস্ফোরণের শিকার হয়েছে। এতে ৯জন নিহত এবং ১৩জন আহত হয়েছে।
এদিন মার্কিন বাহিনী বলেছে, মার্কিন বাহিনীর ঘাঁটির বাইরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে স্থানীয় সাধারণ নাগরিকরা হতাহত হয়েছে। মার্কিন বাহিনী আহতদের উদ্ধার করছে। একই দিন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এ ঘাঁটির কাছাকাছি আর একটি গাড়ি বোমা বিস্ফোরণের চেষ্টাকে নস্যাত্ করে দিয়েছে।
একই দিন আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনী আরো জানিয়েছে যে, সশস্ত্র জঙ্গীরা ১৯ আগস্ট আফগানিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের সময় সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর ওপর হামলা চালাবে বলে নির্ভরযোগ্য সূত্র জানতে পেরেছে। আফগানিস্তানের জনগণের উন্মুক্ত অনুষ্ঠানে যোগ দেয়ার সময় উচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রাখা উচিত্।(লিলু) |