v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফের পদত্যাগের ঘোষণা
2008-08-18 17:49:31

     পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ১৮ আগস্ট দেশব্যাপী এক টেলিভিশন ভাষণে তার পদত্যাগের কথা করেছেন।

    ভাষণে তিনি বলেন, আইন বিশেষজ্ঞ ও তার সমর্থনকারীদের মতামত জানার পর, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এদিন তিনি পার্লামেন্টে তার পদত্যাগ পত্র দাখিল করেছেন। তিনি বলেন, তার বিরোধীতাকারীদের অভিযোগের কোন ভিত্তি নেই। তবে রাজনৈতিক সংঘাত এড়ানো এবং পাকিস্তানী জনগণের স্বার্থ রক্ষার জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
ভাষণে তিনি সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের অর্জিত অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, পাকিস্তানের অর্থনৈতিক নীতি বিশ্বের স্বীকৃতি পেয়েছে।

    পি পি পি ও পি এম এল-এন গত ৭ আগস্ট  মুশারফের বিরুদ্ধে  ইমপিচমেন্টের সিদ্ধান্ত ঘোষণা করেন। এ পর্যন্ত পাকিস্তানের ৪টি প্রাদেশিক পার্লামেন্টে মুশারফের ইমপিচমেন্টের প্রস্তাব গৃহীত হয়েছে। --ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China