সিন হুয়া বার্তা সংস্থার এক খবরে জানা গেছে, ১৮ আগস্ট ভোরে বাংলাদেশের চট্টগ্রামে ভূমিধ্বসে ৪ জন নিহত এবং দশ জনেরও বেশি নিখোঁজ রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছেন, টানা কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের ফলে এ ভূমিধ্বস ঘটে। এ দিন সকালে পাহাড়ের পাদদেশের একটি গ্রামে ভূমিধ্বস হয়েছে। এ পর্যন্ত ৪টি লাশ উদ্ধার হয়েছে। ১০জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ এখনো হয়েছে।
প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের বর্ষা ও শরত্কাল। এ দু' মৌসুমে খারাপ আবহাওয়ার জন্য প্রায়ই ভুমিধ্বসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। ২০০৭ সালের জুন মাসে চট্টগ্রামে ভুমিধসে ১২৩জন নিহত হয়েছিল। (ওয়াং তান হোং) |