v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
লাং পিংসহ বৈদেশিক দলের চীনা প্রশিক্ষকদেরকে 'বেসরকারী ক্রীড়া দূত' বলে অভিহিত করা যায়ঃ ছুই তা লিন
2008-08-17 17:36:41

    বৈদেশিক দলের চীনা প্রশিক্ষকদেরকে 'বেসরকারী ক্রীড়া দূত' বলে অভিহিত করা যায়। ১৭ আগস্ট চীনা প্রতিনিধি দলের উপপ্রধান ছুই তা লিন পেইচিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

    তিনি বলেন, পেইচিং অলিম্পিক গেমসে তিনি দেখতে পান বৈদেশিক দলের চীনা প্রশিক্ষকরা। যেমন মার্কিন নারী ভলিবল দলের প্রধান প্রশিক্ষক লাং পিং, মার্কিন নারী জিমন্যাস্টিকস দলের প্রধান প্রশিক্ষক  ছিয়াও লিয়াং এবং অস্ট্রেলিয়ার ডাইভিং দলের প্রধান প্রশিক্ষক থুং হুই। তারা বিশ্ব ক্রীড়ার উন্নয়নকে এগিয়ে নিয়েছেন এবং তাদের দলরত দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতার মান উন্নত করেছেন।

    চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর এক এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৯৫৭ সাল থেকে প্রথমবারের মত বিদেশে  সহায়তা  প্রশিক্ষক পাঠানোর পর চীন বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে মোট ২ হাজার ৫৪৭জন প্রশিক্ষক পাঠিয়েছে। এর মধ্যে বিশেষ করে টেবিল-টেনিস , ব্যাডমিন্টন, ডাইভিং এবং কুংফুসহ  প্রতিযোগিতার প্রশিক্ষকরা বেশি রয়েছেন।--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China