পেইচিং অলিম্পিক গেমস শুরু হওয়ার পর অলিম্পিক গেমস ও শহরের চিকিত্সা ও স্বাস্থ্য নিশ্চিতকরণের কাজ স্থিতিশীল রয়েছে । এ পর্যন্ত গুরুতর কোনো আকস্মিক গণ স্বাস্থ্যহানিকর ঘটনা ঘটে নি ।
১৭ আগস্ট পেইচিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পেইচিং স্বাস্থ্য ব্যুরোর উপমহাপরিচালক ও মুখপাত্র তেং সিয়াও হুং বলেন , জ্বর , উদরাময় ও চর্ম রোগসহ ৫টি রোগ তদারকির জন্যে পেইচিং স্বাস্থ্য ব্যুরো ২০ জুলাই থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত রোগ তদারকি ব্যবস্থা চালু করে , যাতে সময়মত সংক্রামক রোগ সনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায় ।
তাছাড়া পেইচিংয়ের স্বাস্থ্য বিভাগ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর রেস্তোঁরা ও গণ স্থাপনার খাবার পানি এবং চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার অবস্থা তত্ত্বাবধানের কাজ জোরদার করেছে । |