v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সোনা জেতা চীনের একমাত্র লক্ষ্য নয় : ছুই তাই লিন
2008-08-17 17:30:46
    চীনের ক্রীড়া প্রতিনিধিদল ১৭ আগস্ট বলেছে , সোনা জেতা চীনের ক্রীড়া প্রতিনিধিদলের একমাত্র লক্ষ্য নয় । চীনা প্রতিনিধিদলের আন্তরিক ইচ্ছা হচ্ছে অলিম্পিক গেমসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের সংগে তাদের বিনিময় ও মৈত্রী বাড়ানো এবং অলিম্পিক চেতনাকে উন্নত করা । আগামী কয়েক দিনেও চীনা প্রতিনিধিদল অন্যান্য দেশ ও অঞ্চলের খেলোয়াড়দের সংগে মিলে পেইচিং অলিম্পিক গেমসের সাফল্যের জন্যে ইতিবাচক প্রচেষ্টা চালাবে ।

   এদিন পেইচিং অলিম্পিক গেমসের প্রধান তথ্য কেন্দ্রে আয়োজিত চীনের ক্রীড়া প্রতিনিধিদলের প্রথম সংবাদ সম্মেলনে চীনা প্রতিনিধিদলের উপনেতা ছুই তা লিন বলেন , পেইচিং অলিম্পিক গেমসের প্রথম সপ্তাহে স্বর্ণপদকের তালিকায় চীন এগিয়ে রয়েছে । তবে পরবর্তী প্রতিযোগিতায় বেশ কয়েকটি বিভাগে চীনের আর প্রাধান্য থাকবে না বলে সোনা জেতার প্রক্রিয়া মন্থর হবে । তিনি বলেন , প্রায় অর্ধেক প্রতিযোগিতা পার হলেও আগামী কয়েক দিনে আরো ১৬০টি ক্রীড়া বিভাগের প্রতিযোগিতা হবে । এর মধ্যে থাকবে ট্র্যাক ও ফিল্ড , কুস্তি , বক্সিং ও ক্যানোইং । এসব বিভাগে চীনের তুলনায় অন্যান্য দেশের প্রাধান্য বেশি রয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China