বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চলের ৭৪ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবক এবারের পেইচিং অলিম্পিক গেমসে সেবা প্রদানের কাজ করছেন। পেইচিংয়ের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে সম্প্রতি এ খবর জানা গেছে।
স্বেচ্ছাসেবকদের মধ্যে মূলভূভাগের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৭৩ হাজার ১৯৫। হংকং, ম্যাকাও , তাইওয়ান এবং বৈদেশিক স্বেচ্ছাসেবদের সংখ্যা পৃথক পৃথকভাবে ২৯৯, ৯৫, ৯১ এবং ৯৩৫।
সকল স্বেচ্ছাসেবক বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন কাজের দায়িত্ব পালন করেন। তারা দর্শকদের সেবা, নিরাপত্তা চেক-পয়েন্ট, ভাষা সেবা, ক্রীড়া প্রদর্শন এবং পুরস্কার বিতরুণসহ বিভিন্ন সেবা প্রদান করেন।--ওয়াং হাইমান |