ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৫ আগস্ট বলেছেন, সন্ত্রাস পুরোপুরি নির্মূল করার জন্য বিভিন্ন প্রদেশের সরকার, পার্টি, সামাজিক ও ধর্মীয় দলের উচিত কেন্দ্রীয় সরকারের অভিন্ন নীতি গ্রহণ করা।
ভারতের স্বাধীনতার ৬১তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে মনমোহন সিং তার ভাষণে বলেছেন, সন্ত্রাসী হুমকি মোকাবেলার জন্য সকল রাজনীতিবিদের বিরোধিতা বন্ধ ও সামাজিক দলের মধ্যে বিনিময় জোরদার করা প্রয়োজন।
তিনি বলেছেন, সন্ত্রাসী, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারতের ঐক্য ও অখন্ডতার প্রধান হুমকিতে পরিণত হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ব্যাঙ্গালোর ,আহমেদাবাদ ও অন্যান্য অঞ্চলে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।(লিলু) |