পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের গভর্নর গনি ১৫ আগস্ট বলেন, এদিন পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একটি উপজাতি এলাকা থেকে ৪৬২জন সশস্ত্রতালিবান যোদ্ধাকে নির্মূল করেছে।
ওয়াইস আহমেদ গনি উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানি পেশওয়ারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৬ আগস্ট শুরু হওয়া সামরিক অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর ২২জন সদস্য নিহত হয়েছে। এখানে ২ লাখ নাগরিককে সাহায্য দেয়ার জন্য একটি ত্রাণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে।
এদিন নিউজ নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে,পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে,এ অঞ্চলের শৃঙ্খলা সুষ্ঠুভাবে পুনরুদ্ধারের জন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ঐ উপজাতি এলাকায় অব্যাহতভাবে সামরিক অভিযান চালাবে। --ওয়াং হাইমান |