v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২০০ কোটি মানুষ পেইচিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখেছেন
2008-08-14 16:46:16
সিন হুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, বিশ্বের বিখ্যাত মাধ্যম পরামর্শক প্রতিষ্ঠান নিয়েলসেনের ৩৮টি দেশ ও অঞ্চলে চালানো জরিপ থেকে জানা গেছে, বিশ্বের প্রায় ২শ' কোটি দর্শক পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখেছে। এ সংখ্যা বিশ্ব জনসংখ্যার ৩ ভাগের ১ ভাগেরও বেশি।

জরিপে দেখা যায়, সময়ের ব্যবধান এবং বিভিন্ন অঞ্চলের টেলিভিশনের বিভিন্ন প্রচার সময়ের কারণে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের দর্শক হার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম।

এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দর্শক উদ্বোধনী অনুষ্ঠানে বেশী আগ্রহী ছিলেন। সে অঞ্চলের ৫০ শতাংশ দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখেছেন। ইউরোপ ও উত্তর আমেরিকায় দর্শক হার যথাক্রমে ৩০ ও ২৪ শতাংশ। চীনা দর্শক ছাড়া, আগের অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ যেমন দক্ষিণ কোরিয়া, গ্রীস, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক দর্শক পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখেছেন।

খোং চিয়া চিয়া

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China