v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অলিম্পিক গেমসের সময় পেইচিং যান চলাচল স্থিতিশীল ও সুশৃঙ্খল
2008-08-13 19:42:50
    পেইচিং পরিবহন কমিটির মুখপাত্র চৌ চেং ইউ ১৩ আগষ্ট পেইচিংয়ে বলেন, অলিম্পিক গেমস শুরু হওয়ার পর থেকে পেইচিং যানবাহন চলাচল স্থিতিশীল ও সুশৃঙ্খল। গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আরোপের ফলে আরো বেশি শহরবাসী বাসে করে যাতায়াত করছেন। এর মধ্য দিয়ে ভবিষ্যতে যান চলাচল ব্যবস্থাপনার ক্ষেত্রে গঠনমূলক অভিজ্ঞতাও অর্জিত হচ্ছে।

    তিনি আরো বলেন, জুলাই মাসে পেইচিংয়ে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণের নীতি কার্যকরের পর থেকে যাতায়াতের মাধ্যম হিসেবে বাসকে বেছে নেয়া শহরবাসীর অনুপাত আগের ৩৫ শতাংশ থেকে বর্তমানের ৪৫ শতাংশে উন্নীত হয়েছে। আরো বেশি বেশি মানুষ গণ যানবাহনে অভ্যস্ত হয়ে উঠছেন। অলিম্পিক গেমসের পর এ ধরণের নিয়ন্ত্রণ ব্যবস্থা অব্যাহত রাখা হবে কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেননি। তিনি আশা করেন, অলিম্পিক গেমসের মাধ্যমে পেইচিংয়ের শহরবাসীর শহরের ভবিষ্যত সম্পর্কে একটি নতুন ধারণা গড়ে উঠবে।

    তিনি বলেন, নানা ধরণের প্রতিযোগিতার ফাইনাল কাছাকাছি সময়ে হওয়ায় পেইচিং পরিবহণ ব্যবস্থাপনা বিভাগের পরবর্তী প্রধান দায়িত্ব হলো বিভিন্ন ভেণ্যুর কাছাকাছি পরিবহণের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China