v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের পঞ্চম দিনে ১০টি স্বর্ণপদকের নিষ্পত্তি হচ্ছে
2008-08-13 19:27:59

পেইচিং অলিম্পিক গেমসের পঞ্চম দিন ১৩ আগষ্ট ১৭টি স্বর্ণপদকের নিষ্পত্তি হওয়ার কথা। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০টি স্বর্ণপদক জয়ী নির্ধারিত হয়েছেন।

নারী জিমন্যাস্টিক্সের দল ফাইনালে চীন স্বর্ণপদক জিতেছে। এটি হল ইতিহাসে চীনের প্রথম দলগত নারী জিমন্যাস্টিক্স ইভেন্ট স্বর্ণপদক। যুক্তরাষ্ট্র ও রোমানিয়া যথাক্রমে রুপা ও ব্রোন্ঞ্জ জিতেছে।

নারীদের ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেনীতে চীনের খেলোয়াড় লিউ ছুনহং স্নেচ, বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। চীনের খেলোয়াড় ওয়াং ফেং ও ছিন খাই পুরুষদের তিন মিটার স্প্রিংবের্ড সংক্রোনাজড ডাইভিংয়ের দ্বৈতে স্বর্ণপদক জিতেছেন। চীনের খেলোয়াড় ছেন ইং নারীদের ২৫ মিটার স্পোর্টিং পিস্তলে স্বর্ণপদক জিতেছেন।

অস্ট্রেলিয়ার স্টেফানি রাইস নারীদের ২শো মিটার মিডলেতে তার আগের বিশ্ব রেকর্ড ভেঙ্গে স্বর্ণপদক জিতেছেন।

মার্কিন খেলোয়াড় মাইকেল ফেলপস পুরুষদের ২শো মিটার বাটারফ্লাই স্ট্রেকে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। ইতালির ফেডারিকা পেলেগ্রিনি নারীদের ২শো মিটার ফ্রি স্টাইলে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। পুরুষদের ৪×১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্র স্বর্ণপদক জিতেছে।

নারীদের রোড সাইক্লিং টাইম ট্রায়ালসে মার্কিন খেলোয়াড়রা স্বর্ণপদক জিতেছেন। সুইজরল্যান্ডের খেলোয়াড়র পুরুষদের রোড সাইক্লিং টাইম ট্রায়ালসে স্বর্ণপদক জিতেছেন।

ছাই ইউয়ে

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China