v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে চলায় আই ও সি খুশী
2008-08-13 19:23:23
    আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আই ও সি নির্বাহী পরিচালক গিলবার্ট ফেলি ১৩ আগষ্ট বলেন, পেইচিং অলিম্পিক গেমসের প্রথম পাঁচ দিনের প্রতিযোগিতা পর্যালোচনার করে দেখা গেছে প্রতিদ্বন্দ্বিতা এবং সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে চলছে। এ জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খুব সন্তুষ্ট।

    এদিন পেইচিং অলিম্পিক গেমসের প্রধান তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ফেলি বলেন, অলিম্পিক গেমসের একটি সফল উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন দেশের অ্যাথলেটরা অলিম্পিক গ্রামের স্থাপনা ও সেবার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তারা ভেন্যু এবং পরিবহণ ক্ষেত্রে সন্তুষ্ট। খেলোয়াড়রা গেমসে ভালো করেছেন। এ থেকে স্পষ্ট যে, পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে চলছে।

    আজ সকালে চেয়ারম্যান জ্যাক রগ অলিম্পিক গ্রামের এক কোনায় নাস্তা খাচ্ছিলেন। কিছু খেলোয়াড় তাঁকে দেখতে পেয়ে বলেন, জনাব চেয়ারম্যান, আপনাকে ধন্যবাদ। এত ভালো অলিম্পিক গ্রাম এবং এত ভালো প্রতিযোগিতা আমরা কখনও দেখিনি।

    ফেলি আরো বলেন, পেইচিং অলিম্পিক গেমসের ক্রীড়া ইভেন্টের সাংগঠনিক কাজও খুব ভালো। প্রতিযোগিতা এবং গণ-মাধ্যমের জন্য পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি উঁচু মানের পরিবেশ দিয়েছে। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China