v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের তথ্য সেবায় ভারতীয় সাংবাদিক সন্তুষ্ট
2008-08-13 19:21:32
১২ আগস্ট পেইচিং-এ অলিম্পিক গেমসে খবর সংগ্রহ করতে আসা ভারতের দৈনিক ভাস্করসহ ৩টি হিন্দী ভাষী পত্রিকার যুক্ত স্বাধীন সাংবাদিক সুরেশ কুমার দিক্ষিত চীন আন্তর্জাতিক বেতারের হিন্দী বিভাগ সফর করেন। তিনি অলিম্পিক গেমসে তথ্য মাধ্যম এবং অভ্যর্থনা কাজের প্রশংসা করেছেন।

তিনি বলেন, পেইচিং-এ আসার আগে তিনি পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ সম্পর্কে তার ততোটা ধারনা ছিল না। পেইচিং অলিম্পিক গেমস শুরু হওয়ার পর চিত্তাকর্ষক ও বিশালায়তনের উদ্বোধনী অনুষ্ঠান, প্রথম শ্রেণীর স্টেডিয়াম, পরিপাটি শহর, সুবিধাজনক পরিবহন ও অতিথিবত্সল পেইচিংবাসী তাকে মুগ্ধ করেছে। বিভিন্ন সাক্ষাত্কারের সঙ্গে সঙ্গে তিনি সত্যিকারভাবে পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন চমত্কার কাজ অনুভব করেছেন।

একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে তিনি পেইচিং অলিম্পিক গেমসের প্রধান তথ্য কেন্দ্রের সেবায় সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা করেন, ভারতীয় জনগণের কাছে সুন্দর পেইচিং, চমত্কার অলিম্পিক প্রতিযোগিতা ও চীনের সংস্কৃতি সম্পর্কে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন।

খোং চিয়া চিয়া

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China