v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ভারতের অ্যাথলেট সোনা জিতায় সি আর আই'এর তামিল শ্রোতাদের অভিনন্দন
2008-08-12 21:04:16
    ১১ আগষ্ট ভারতের অ্যাথলেট অভিনভ বিন্দ্রা পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে ভারতের জন্য অলিম্পিক ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন। সেদিন রাতের অনুষ্ঠানে চীন আন্তর্জাতিক বেতারের তামিল ভাষা বিভাগের কর্মকর্তারা এই খবর বিস্তারিতভাবে জানানোর সময় প্রতিযোগিতার পরিস্থিতি ব্যাখ্যা করেন। কিছু শ্রোতা খবর শোনার পর সি আর আইকে ই-মেল পাঠিয়েছেন।

    নিখিল ভারত তামিল শ্রোতা ক্লাবের চেয়ারম্যান ইমেলে বলেন, গত রাতে আমাদের অ্যাথলেট অলিম্পিক গেমসের শ্যুটিং প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছেন। এই পদকের তাত্পর্য বিশাল। আমাদের ইতিহাসে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণ পদক। ভারতবাসীর জন্য এটা একটি বিস্ময়। আরো খুশির বিষয় হলো সি আর আই-এর তামিল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই প্রতিযোগিতার পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করা হয়েছে এবং আমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানানো হয়েছে। আমি ভারতের তামিল ভাষী শ্রোতাদের পক্ষ থেকে সি আর আইকে ধন্যবাদ জানাচ্ছি। সি আর আই ইতোমধ্যেই ভারত ও চীনা জনগণের মধ্যে সেতুতে পরিণত হয়েছে।

    ভেলু চামি নামের একজন তাঁর ইমেলে বলেন, সি আর আই-এর তামিল অনুষ্ঠানের মাধ্যমে আমি জানি আমাদের শ্যুটার পেইচিং অলিম্পিক গেমসে একটি স্বর্ণ পদক পেয়েছেন। কয়েক দিন ধরে আমি সি আর আই'এর অলিম্পিক অনুষ্ঠান শুনে আসছি। আমি অলিম্পিক প্রতিযোগিতার ওপর গুরুত্ব দিয়ে যাচ্ছি। পেইচিং অলিম্পিক গেমস আমাদের অ্যাথলেটদেরকে সৌভাগ্য এনে দিয়েছে। আমি আন্তরিকভাবে পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করি। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China