v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের চতুর্থ দিনে ১৯টি স্বর্ণপদকের ১২টি নিষ্পত্তি হয়েছে
2008-08-12 20:14:23
পেইচিং অলিম্পিক গেমসের চতুর্থ দিন ১২ আগষ্ট ১৯টি স্বর্ণপদকের নিষ্পত্তি হওয়ার কথা। এখন পর্যন্ত ১২টি স্বর্ণপদক জয়ী নির্ধারিত হয়েছে। ১১ আগষ্ট ১৩টি স্বর্ণপদকের নিষ্পত্তি হবে।

১২ আগষ্ট দুপুরে পুরুষ জিমন্যাস্টিক্সের দলগত ফাইনালে চীন স্বর্ণপদক জিতেছে। এথেন্স অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন জাপান পেয়েছে রৌপাপদক ব্রোন্ঞ্জ জিতেছে। তৃতীয় হল যুক্তরাষ্ট্র।

 

মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস পুরুষ ২শো মিটার ফ্রি স্টাইল সাঁতারে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন। এটি হল পেইচিং অলিম্পিক গেমসে ফেলপসের তৃতীয় স্বর্ণপদক।

অস্ট্রেলিয়ার সাঁতারু জোনস লিজেল নারী একশো মিটার ব্রেস্ট-স্ট্রোকে স্বর্ণপদক জিতেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারন পিয়ারসন একশো মিটার ব্যাক স্ট্রোকে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন।

নারী একশো মিটার ব্যাক স্ট্রোকের ফাইনালে যুক্তরাষ্ট্রের কফলিন নাটালি স্বর্ণপদক পেয়েছেন।

পুরুষদের ৫০ মিটার পিস্তল স্লো ফায়ারে দক্ষিণ কোরিয়ার জিন জং ওহ স্বর্ণপদক, উত্তর কোরিয়ার কিম জংসু রৌপ্যপদক ও চীনের থান জংলিয়াং ব্রোন্ঞ্জপদক জিতে নিয়েছেন।

নারী দ্বৈত ১০ মিটার স্প্রীং বোর্ড ডাইভিংয়ে ফাইনালে চীনের ওয়াং সিন ও ছেন রুলিন স্বর্ণপদক জিতেছেন। এই ইভেন্টে তৃতীয় বারের মত স্বর্ণপদক জিতলো চীন।

পুরুষদের ডাবল ট্র্যাপ ক্লে পিজয়ন শ্যুটিঙে যুক্তরাষ্ট্রের এলার ওয়াল্টন বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন।

নারীদের ভারোত্তোলনে ৬৩ কিলোগ্যাজ ওজন শ্রেনীতে পর্যায় প্রতিযোগিতায় উত্তর কোরিয়ার পাক হিয়ন সুক স্বর্ণপদক জিতেছেন।

পুরুষ ক্যানোইং রোইং ফাইনালে স্লোভাকিয়ার মার্টিকান মাইকেল ১৯৯৬ আটলান্টা অলিম্পিক গেমসের পর পুনরায় সোনা জিতেছেন। জার্মানীর আলেক্সানডার গ্রিম পুরুষ ক্যানোইং কাইয়াকে স্বর্ণপদক জিতেছেন।

পুরুষ গ্রীক-রোমান স্টইল কুস্তিতে ৫৫ওজন শ্রেনীতে রাশিয়ার ম্যালকিয়েভ নাজির সোনা জিতেছেন।

ছাই ইউয়ে

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China