v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সুপ্রাচীন চীনা সভ্যতা প্রদর্শন করেছেঃ ড্যাভিড ওয়াওয়েরু
2008-08-12 20:32:14

    চীন আন্তর্জাতিক বেতারের আমন্ত্রণে কেনিয়ার ব্রডকাস্টিং কোম্পানির চেয়ারম্যান ড্যাভিড ওয়াওয়েরু সম্প্রতি পেইচিংয়ে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আমাদের বেতারের একজন সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে একটি " বিস্ময়কর ব্যাপার"। এ অনুষ্ঠানে চীনের ক্লাসিক্যাল সংস্কৃতি এবং আধুনিক উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক প্রযুক্তি দুটি বিষয় সংমিশ্রন রয়েছে। এটি ওয়াওয়েরুর জীবনে অবিস্মরণীয় হয় থাকবে। এখন শুনুন আজকের " পেইচিং ২০০৮" ।

    ২০০৫ সালে কেনিয়ার ব্রডকাস্টিং কোম্পানির সহায়তায় বিদেশে চীন আন্তর্জাতিক বেতারের প্রথম "এফ.এম" সম্প্রচার কেনিয়ার রাজধানি নাইরোবিতে শুরু হয়। এতে অন্তর্ভূক্ত কেনিয়া শহরের ২০ লাখ অধিবাসী প্রতিদিন ১৯টি ঘন্টা ইংরেজি, হান ভাষা এবং সোয়াহিল অনুষ্ঠান শুনতে পারেন। চীন আন্তর্জাতিক বেতার "কে বি সি"-এর সঙ্গে সুষ্ঠু সহযোগিতার সম্পর্ক রয়েছে। এটি দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত । গত আট আগস্ট "কে বি সি"-এর চেয়ারম্যান ওয়াওয়েরু চীন আন্তর্জাতিক বেতারের আমন্ত্রণে একজন বিশেষ অতিথি হিসেবে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন:" পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবাই যেতে পারবেন না, সে জন্য এবারের সুযোগকে আমি অনেক গুরুত্ব দেই। এটিও আমার জীবনে এ ধরণের অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নেয়া । সুতরাং , এতে আমার অনেক মর্যাদার সঙ্গে।"

    তিনি বলেন, অলিম্পিক পাঁচ বৃত্ত পতাকা , পেইচিং অলিম্পিক গেমসের পতাকা , অলিম্পিক গেমসের প্রচারের পৌস্টার এবং বিভিন্ন দেশের খেলোয়াড়দের প্রচার-চিত্র পেইচিংয়ের অলি-গলি ও রাস্তায় রাস্তায় দেখা যায়। তাছাড়া, তিনি আরও দেখেছেন যে , মোটর-সাইকেল গাড়ির সামনে ছোট আকারের তৈরী অলিম্পিক গেমসের পতাকা এবং চীনের জাতীয় পতাকা লাগানো হয়েছে। এতে চীনা জনগণের আতিথেয়তা তিনি অনুভব করতে পারেন। তিনি বলেন: " পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের ওপর আমরা বেশি গুরুত্ব আরোপ করছি। কারণ সি আর আইসহ চীনা সংবাদমাধ্যমের সঙ্গে আমাদের সুষ্ঠু সহযোগিতার সম্পর্ক রয়েছে। আমি বহুবার চীনে এসেছিলাম। তবে এবারে আমি দেখেছি যে পেইচিংয়ে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। সারা শহর খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্রত্যিটি জনগণ অলিম্পিক গেমসের আনন্দে মুখর হয়ে উঠেছে।"

    এটি হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ২০০৮জন অভিনেতার ঢোল বাজানোর শব্দ। এ অনুষ্ঠানের পরিবেশনায় উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। সকল দর্শক এর প্রতি আকর্ষণ অনুভব করেন। অনুষ্ঠান দেখে ওয়াওয়েরুও অনেক মুগ্ধ হয়েছেন। তিনি বলেন:" পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সুকুমার শিল্পের পাশাপাশি বৈজ্ঞানিক প্রযুক্তিকে সুনিপুনভাবে কাজে লাগানো হয়েছে। স্টেডিয়াম ছিল দর্শকে ভরা। এটি আমার চোখে এ যাবতকালের মধ্যে সবচে' চমত্কার অনুষ্ঠান।"

   চীন-কেনিয়ার মধ্যে হাজার হাজার মাইলের দূরত্ব রয়েছে। দু'পক্ষের সাংস্কৃতিক পার্থক্য থাকলেও ওয়াওয়েরু উদ্বোধনী অনুষ্ঠানে বৈচিত্র্য চীনা সংস্কৃতিকে অনুভব করেছেন। তিনি বলেন:" চমত্কার পরিবেশনের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কাপড় ও সঙ্গীত উপভোগ করেছি। এটি বিশ্বে সুপ্রাচীন চীনা সংস্কৃতির প্রদর্শন ।"

    পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বদেশের খেলোয়াড়রা এ অনুষ্ঠানে প্রতাকাহাতে প্রবেশ করেছে। এটা দেখে ওয়াওয়েরু আবেগের সঙ্গে বলেন:" বিদেশের স্টেডিয়ামে নিজের দেশের নাম শুনলে আবেগ ও আনন্দের ভাষা বর্ণনা করা যায় না। আমি দাঁড়াই আমাদের খেলোয়াড়দের সাথে হাত নেড়ে অভিবাদন জানাই । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেই আপনি অনুভব করতে পারবেন যে এবারের উদ্বোধনী অনুষ্ঠান কত গুরুত্বপূর্ণ । টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠান দেখে সত্যিকার পরিবেশ থাকে আপনি বুঝতেই পারবেন না। তাই আমি খুব খুশি ।"

    কেনিয়া হচ্ছে আফ্রিকার দেশগুলোর মধ্যে ক্রীড়া ক্ষেত্রের একটি শক্তিশালী দেশ। বিশেষ করে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় তাদের বেশি যোগ্যতা রয়েছে। ২০০৪ সালের এথেন্স অলিম্পিক গেমসে কেনিয়ার খেলোয়াড়রা একটি স্বর্ণ , ৪টি রৌপ্য এবং ২টি ব্রঞ্জ পদক অর্জন করেছিল । কেনিয় প্রতিনিধি দলের এবারের লক্ষ্য হচ্ছে ৫টি স্বর্ণ পদক পাওয়া। ওয়াওয়েরু অবহিত করেন যে, ১৯ বছর বয়স্ক পামেলা জেলিমো নারীদের ৮'শ প্রতিযোগিতায় অলিম্পিক গেমসের স্বর্ণপদক অর্জন করতে সম্ভব হবেন। তাছাড়া, পুরুষদের ১০ হাজার মারাথন প্রতিযোগিতায় কেনিয়ার খেলোয়াড় চ্যাম্পিয়ন হতে সক্ষম হবেন। পেইচিং অলিম্পিক গেমসে কেনিয়া প্রতিনিধি দল সবচে' ভাল নৈপুন্য অর্জন করবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি চীনা খেলোয়াড়াদের এবারের অলিম্পিক গেমসে সফলতার জন্য শুভ কামনা করেন। তিনি বলেন, জিমন্যাস্টিকস , ডাম্পিং, টেবিল-টেনিস এবং শুটিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় চীনের ব্যাপক সুবিধা রয়েছে। নিঃসন্দেহ চীনা খেলোয়াড়গণ নিশ্চিতভাবে এবারের অলিম্পিক গেমসে ভাল নৈপুন্য পাবেন।--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China