v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তুং জাতির মেয়ে উ ইয়ুচেন
2008-08-12 14:54:33
    ২৩ বছর বয়সী মেয়ে উ ইয়ুচেন কুইচৌ প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের লিপিং জেলায় জন্মগ্রহণ করেছে এবং বড় হয়েছে । তরুণী মেয়ে উ ইয়ুচেন সরল ও হাসিখুশি মেয়ে । তার সুন্দর মুখে সবসময় কৃষক মেয়ের মৃদু হাসি লেগে থাকে । ছোটবেলায় উ ইয়ুচেন আনন্দময় ও সহজ সরল পরিবেশে বড় হয়েছে । অন্যান্য ছেলেমেয়ের মতো সে গ্রামের সঙ্গীত-শিক্ষকের কাছ থেকে তুং জাতির গান শিখতো। এ সম্পর্কে তিনি বলেন , সঙ্গীত-শিক্ষকের কাছ থেকে আমরা গান শিখেছি । গ্রামে অনেক গানের শিক্ষক গান শেখাতেন । তুং জাতির সাংস্কৃতিক উত্তরাধিকারী হতে ও এ নিয়ে কাজ করার জন্য কোনো ফি দিতে হয় না ।কেউ গান শিখতে চাইলে বা গাইতে চাইলে তুং জাতি গ্রামের গানের শিক্ষক বিনাপয়সায় আনন্দের সঙ্গে তাকে শেখান । এ কারণে আমাদের " তুং জাতির মহান গান" আজ পর্যন্ত টিকে আছে ।

    উ ইয়ুচেনের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভাল নয় । তাকে স্কুলে পাঠাবার জন্য বাবা মা কুয়াংতুং প্রদেশে মজুরী খাটতে গেছেন । উ ইয়ুচেন দুর্লভ পড়াশুনার সুযোগকে খুব মূল্যবান মনে করেন । ভাইবোনের মধ্যে বড় হিসেবে তিনি তাদের দেখাশুনার ফাঁকেফাঁকে নিজের লেখাপড়া চালিয়ে যেতেন । পাহাড়ী এলাকার মেয়ে উ ইয়ুচেনকে পাহাড়ের বাইরের বিশ্বখুব আকর্ষণ করে ।

    ২০০১ সালে এক আকস্মিক সুযোগে উ ইয়ুচেন জানতে পারেন , লিপিং জেলার "তুং জাতির মহান গান" শিল্পী দল গোটা জেলায় ১০জন সদস্য নিয়োগ করবে । উ ইয়ুচেন এতে নাম দেন । একটার পর একটা পরীক্ষায় পাশ করার পর উ ইয়ুচেন ১০০জন পরীক্ষার্থীর মধ্য থেকে শিল্পীদলের একজন সদস্য হন । নতুন ১০জন সদস্যের শিক্ষার মান উন্নত করার জন্য শিল্পী দলের কর্তৃপক্ষ তাদেরকে লিপিং জেলার পর্যটন স্কুলে পাঠায় । প্রদেশের উদ্যোগে আয়োজিত নাচগানের প্রতিযোগিতায় যারা ভাল ফল করবে তারা বিনা পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন । আমি কয়েকজন বোনের সঙ্গে এই প্রতিযোগিতায় "তুং জাতির মহা গান" গেয়েছি । আমাদের গান রৌপ্যপদক পেয়েছে বলে প্রদেশ কর্তৃপক্ষ আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে।

    লেখাপড়ার সাথেসাথে পরিবেশন করার কয়েক বছরে উ ইয়ুচেন চীনের সিসিটিভির আয়োজিত পশ্চিমাঞ্চলের লোকসঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন । রাশিয়া, ইউক্রেনসহ বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করেছিলেন ।" রঙবেরঙের কুইচৌ" শিরোনামে সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত উ ইয়ুচেনকে কুইচৌ বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা ইনস্টিটিউটের সঙ্গীত বিভাগের জাতিগত নাচগান ক্লাসে পাঠানো হয় । কিছু দিন পর উ ইয়ুচেন কুইচৌ প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পর্যটন শিল্পের প্রতিমূর্তি নির্বাচিত হন ।

    উ ইয়ুচেন বলেন, বিশ্ববিদ্যালয়ে তুং জাতির সঙ্গীতর পাশাপাশি আমি অন্যান্য সংখ্যালঘুজাতির সঙ্গীতও শিখি ।

    ২০০৭ সালের মার্চ মাসে প্যারিস বিশ্ব পর্যটন প্রদর্শনী চলাকালে উ ইয়ুচেন তুংজাতির অন্য একজন মেয়ে ইয়াং লি ভার্সেইলজ ভবনে বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথি ও কূটনীতিবিদদের জন্য " ঝিঁঝিঁর গান"সহ তুং জাতির বেশ কয়েকটি গান পরিবেশন করেন । " তুং জাতির মহান গান" প্যারিসবাসীকে আকর্ষণ করে ।তাদের গান ও পোশাক বিভিন্ন দেশের সংবাদদাতাদের দৃষ্টি আকর্ষণ করে । " লা প্যারিসিয়েঁ" পত্রিকার প্রথম পৃষ্ঠায় বিস্তারিতভাবে তাদের পরিবেশনা বর্ণনা করা হয়েছে । সে সম্পর্কে উ ইয়ুচেন বলেন, প্রদশর্নীটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় । আমরা আমন্ত্রিত হয়ে সেখানে গান পরিবেশন করেছি । দর্শকরা খুবই আনন্দিত হযেছে । অনেকে বলেছেন , কি সুন্দর গান , কি সুন্দর পোশাক ।

    উ ইয়ুচেন বলেন, তুং জাতির গান পাশ্চাত্যের দৃষ্টি আকর্ষণ করতে পারায় তুং জাতির গানের উত্তরাধিকারী ও সম্প্রসারণকারী হিসেবে তিনি খুব গর্বিত । তিনি বলেন, ফ্রান্স শিল্পকলা ও সংস্কৃতির কেন্দ্র । ফ্রান্সে তুং জাতির মহান গান উন্নয়ন হলে বিশ্বে এর প্রভাব অবশ্যই বাড়বে ।

    এখন উ ইয়ুচেন "তুং জাতির মহান গান" শিল্পের মুখপাত্র হয়েছেন ।তাঁর "তুং জাতির মহান গান"—এর কাজ ভালো পর্যায়ে রয়েছে । প্রশংসা ও গৌরবের মুখে উ ইয়ুচেন নিজের কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব অনুভব করেছেন । তিনি বলেন , প্রতিযোগিতাগুলোতে যে পুরস্কার পেয়েছি সেগুলো থেকে আমি নিজের কাঁধে আরো দায়িত্বের ভার অনুভব করেছি । এ সব মর্যাদার কারণে আমাকে সামনে অগ্রসর হতে হবে । জনগণ এসব গৌরব আমাকে দিয়েছেন । তাই আমি সর্বোচ্চ শক্তি দিয়ে আরও বেশি শেখার চেষ্টা করবো । আমার জন্মভূমির জন্য আরও কিছু করার চেষ্টা করব ।

    উ ইয়ুচেন এখনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন ।তিনি যা শিখছেন তা দিয়ে "তুং জাতির গান"-এর উত্তরাধিকার ও সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য চেষ্টা চালাবেন বলে তিনি আশা করেন । তিনি আরও আশা করেন ," প্রাচীন তুং জাতির মহান গান" শিল্পকলা বিশ্ব জনগণের সমাদর পাবে ।তিনি বলেন, আপনারা আমাদের তুং জাতি গ্রামে আসবেন , তুংজাতির গান শুনতে আসবেন এবং তুংজাতির সংস্কৃতি অনুভব করবেন । এটা আমার একান্ত আশা । সত্যি এটা খুব সুন্দর ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China