v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিদেশী নেতাদের মুখে পেইচিং অলিম্পিক গেমসের ভূয়সী প্রশংসাঃ বিদেশী নেতৃবৃন্দ
2008-08-11 19:37:44
চীন সাফল্যের সঙ্গে পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতি কাজ সুসম্পন্ন করেছে । পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান খুব চিত্তাকর্ষক হয়েছে । ১০ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বেশ কয়েকজন বিদেশী নেতা এ কথা বলেছেন ।

পেইচিংয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট সিয়ে চিং পিং দেখা করেছেন । বুশ বলেন , উদ্বোধনী অনুষ্ঠান সত্যিই চমত্কার হয়েছে ।

লাতভিয়ার প্রেসিডেন্ট ভালদিস জ্যাটলার্স বলেন , পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান খুব সফল হয়েছে । বিশ্বের জন্য পেইচিং অলিম্পিক গেমস চীনের একটি উপহার । এটা হচ্ছে চীনের জনগণ ও বিশ্বের একটি মহা ক্রীড়া প্রতিযোগিতা ।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মেদ আলি আবাদি সংবাদদাতাকে দেয়া সাক্ষাত্কারে বলেন , পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন কাজ খুব সফল হয়েছে ।

ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেন , চীন অলিম্পিক গেমসের সফলতার জন্য ব্যাপক বিরাট চেষ্টা চালিয়েছে । তিনি অলিম্পিক পল্লীর সর্বাধুনিক ব্যবস্থার ভূয়সী প্রশংসাও করেছেন ।

আফগানিস্তানের প্রেসিডেন্ট কারজাই ১০ আগস্ট কাবুলে ফিরে যাওয়ার পর বলেন , চীনের জনগণের আন্তরিকতা ও আতিথেয়তা বিদেশী বন্ধুদের মনে গভীর রেখাপাত করেছে। (থান ইয়াও খাং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China