v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের দ্বিতীয় দিনে ১৩টি স্বর্ণপকের নিষ্পত
2008-08-10 19:21:52

১০ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের দ্বিতীয় দিনের প্রতিযোগিতা শেষ হয়েছে সাঁতার ও শ্যুটিং ইভেন্টে ১৩টি স্বর্ণপদক বিজয়ী নির্ধারণের মধ্য দিয়ে ।

এ দিন সকালে পুরুষদের চার শো মিটার মিশ্র সাঁতারের ফাইনালে মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস্ ৪ মিনিট ৩.৮৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন । হাঙ্গেরির সাঁতারু নাসলো গেহ রূপা এবং আরেক মার্কিন সাঁতারু রায়ান লচটে ব্রোঞ্জ পদক জিতেছেন ।

এ দিন সকালে পুরুষদের ৪ শো মিটার ফ্রি স্টাইল সাঁতারের ফাইনালে দক্ষিণ কোরিয় সাঁতারু পাক্ তায়ে ওয়ান ৩ মিনিট ৪১。৮৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেছেন ।

মেয়েদের ৪ শো মিটার মিশ্র সাঁতারের ফাইনালে অস্ট্রেলিয়ার সাঁতারু লারসেন জেনসেন নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ।

এ দিন সকালে মেয়েদের চার গুণন এক শো মিটার ফ্রি স্টাইল রিলে সাঁতারে নেদারল্যান্ডস দল ৩ মিনিট ৩৩.৭৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেছে ।

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে চীনের ২৪ বছর বয়স্ক শ্যুটার কুও ওয়েন চ্যুন ৪৯২.৩ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন । (থান )

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China