v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বাংলাদেশের গণমাধ্যমে পেইচিং অলিম্পিক
2008-08-10 14:52:42
    মহামিলন-২০০৮ পেইচিং অলিম্পিকের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে বাংলাদেশে গণমাধ্যমে এ সংক্রান্ত খবরাখবর ফলাও প্রচার পাচ্ছে।

    দেশের সবক'টি জাতীয় সংবাদপত্র, রেডিও ও টেলিভিশনে প্রতিদিনই থাকছে অলিম্পিকের সচিত্র প্রতিবেদন।

    বাংলাদেশের গণমাধ্যমে ইতিমধ্যেই পেইচিং পেয়ে গেছে অলিম্পিক নগরীর অভিধা। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ২৫ জুলাই পেইচিং অলিম্পিকের মূল স্টেডিয়াম 'বার্ডনেস্ট' ও তার পাশে মশালবাহী পাঁচ তরুণীর ভাস্কর্যের ছবি ছেপেছে। দৃষ্টিনন্দন এ ছবির ক্যাপশনে দু শব্দের শিরোণাম 'অলিম্পিক নগরী'। ক্যাপশনে লেখা হয়েছে পেইচিং শব্দের মানে যাই হোক ভুলে যান। এখন পেইচিং মানে একটাই-অলিম্পিক নগরী।

    দেশের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক নিউ এজ গত কয়েকদিনে অলিম্পিকের মুল্য ভেন্যু 'বার্ডনেস্টের' ছবিসহ পেইচিংয়ের অনেক দৃষ্টিনন্দন ছবি ছেপেছে- সেই সঙ্গে খবর।

    নিউ এজের দু'একটি শিরোণাম এরকম – পেইচিং অলিম্পিক এশিয়ার জন্য উচ্চাশার অলিম্পিক, পদক তালিকায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা চীনের, নিরাপত্তার কড়াকড়ি থাকলেও অলিম্পিকে আনন্দ-উত্সবের কমতি হবে না ইত্যাদি।

    সবুজ অলিম্পিক, হাইটেক অলিম্পিক এবং মানবমুখী অলিম্পিকের শ্লোগানের পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম পেইচিং অলিম্পিকে অভিহিত করছে পুস্পিত অলিম্পিক হিসেবেও। অলিম্পিক উপলক্ষে টবে করে ৪ কোটি ফুলে ছেয়ে ফেলা হবে সকল ভেন্যু ও থিয়েন আনমেন স্কোয়ার-সচিব এ খবর ছাপানো হয়েছে য়াকার সংবাদগুলোতে। (মাহমুদ হাশিম, ঢাকা থেকে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China