v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম নেমে ব্যারেল প্রতি ১১৬ ডলার হয়েছে  
    ডলারের বিপরীতে ইউরোর বিনিময় হার বিপুল পরিমানে বাড়ার কারণে ৮ আগষ্ট আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক নেমেছে । নিউইয়র্কের তেল বাজারে ব্যারেল প্রতি ১১৬ ডলারে নেমেছে ।

    একই দিন বৃটেন ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক পর পর ব্যাংকের সুদ পরিবর্তন না করার কথা ঘোষণা করেছে । ইউরোপীয় ব্যাংকের প্রধান জেন ক্লাউড ট্রিছেট এক প্রেস ব্রিফিংয়ে পরবর্তীকালের সুদের হার উঠা-নামার প্রবণতা সম্পর্কে ইংগীত দিয়েছেন । ট্রিছেট অনুমান করেন , আগামী কয়েক মাসে আঞ্চলিক অর্থনীতির বৃদ্ধি কমবে , মূল্যস্ফীতি অল্প সময়ের মধ্যে দূর হবে না । এতে প্রমাণিত হয়েছে যে , কোনো ব্যক্তিক্রম দেখা না দিলে আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের সুরের হার পরিবর্তিত হবে না । এ দুটি ব্যাংকের সুর নীতি ঘোষনার পর ডলারের বিপরীত ইউরোর বিনিময় হার দ্রুত বাড়ছে ।

    ডলারের মূল্য বৃদ্ধি ও চাহিদা হ্রাসের কারণে তুরস্কের তেল পরিবহন বন্ধ থেকে সৃষ্টি নেতিবাচক প্রভার দূর হয়েছে । ৮ আগষ্ট নিউইয়র্কে সেপ্টেম্বর মাসের হালকা অশোধিত তেলের ফিউচার্স দাম ব্যারেল প্রতি ৪.৮২ ডলার কমে ১১৫.২ ডলার ছিল এবং লন্ডনের আন্তর্জাতিক তেল বাজারে তেলের দাম ৪.৫৩ ডলার কমে ১১৩.৩৩ ডলার ছিল ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China