v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে বিভিন্ন দেশের তথ্য মাধ্যমের প্রশংসা
    বিশ্বের মহাসম্মিলন পেইচিং অলিম্পিক গেমস ৮ আগস্ট সন্ধ্যায় আড়ম্বরের সঙ্গে উদ্বোধন হয়েছে । আলো ঝলমল উদ্বোধনী অনুষ্ঠান বিভিন্ন দেশের তথ্য মাধ্যমের প্রশংসা পেয়েছে । তাদের খবরে বলা হয়েছে , উদ্বোধনী অনুষ্ঠানটিতে চীনের ঐতিহ্য সংস্কৃতির বর্ণনা ছিল । যা দেখে সবাই পেইচিং অলিম্পিক গেমস সম্পরকে সুন্দর আশা আকাঙ্ঘায় রয়েছেন ।

    ভারতের তথ্য মাধ্যম ৮ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক সাফল্য প্রকাশ করেছে । ভারতের বেশ কয়েকটি টি ভি স্টেশন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রচার অথবা পুনপ্রচার করেছে । ভারতের অনেক তথ্য মাধ্যম পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অভূতপূর্ব এবং পুরোপুরিভাবে চীনের উজ্জ্বল ঐতিহ্যিক সংস্কৃতি ও প্রাচীনকালের সংস্কৃতিকে তুলে ধরার প্রশংসা করেছে ।

    ৯ আগস্ট প্রকাশিত স্পেনের বিভিন্ন প্রধান পক্রিকা প্রথম পৃষ্ঠায় ব্যাপকভাবে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী তথ্য প্রকাশ করেছে । তাদের খবরে বলা হয়েছে , উদ্বোধনী অনুষ্ঠান নিখুঁত , তা শুধু কার্পেটের মত চীনের সংস্কৃতির উজ্জ্বল অগ্রগতি নয় , বরং তা প্রাকৃতির সঙ্গে বর্তমান চীনাদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা চালানোর চেতনাকে তুলে ধরেছে ।

    রাশিয়া ও ইউক্রেনের রুশ ভাষা তথ্য মাধ্যম পৃথক পৃথকভাবে সম্পাদকীয়তে বলেছে , পেইচিং অলিম্পিক গেমস একটি উত্তেজিত উত্সবের মহামিলন । পেইচিং ইতোমধ্যেই বিশ্বের কাছে তার দ্রুত উন্নয়নের তথ্য প্রকাশ করেছে ।

    ইন্দোনেশিয়ার "আন্তর্জাতিক" পত্রিকা ৯ আগস্ট এক সম্পাদকীয়তে পেইচিং অলিম্পিক গেমস আড়ম্বরের সঙ্গে উদ্বোধন হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে , এতে বলা হয়েছে , অলিম্পিক গেমস বিশ্বকে চীনের নতুন চেহরা প্রকাশ করবে ।

    তা ছাড়া , বুলগেরিয়া , ব্রাজিল ও সার্বিয়াসহ বিভিন্ন দেশের প্রধান টি ভি স্টেশন পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করেছে । তারা মনে করে , এবারের উদ্বোধনী অনুষ্ঠান চমত্কার , তা চীনের উজ্জ্বল সংস্কৃতি ও অব্যাহতভাবে উন্নয়ন হওয়া আর্থ ও রাজনৈতিক শক্তির প্রতিফলন । (শুয়েই ফেই ফেই)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China