v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমস শুরু

    ২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ৮ আগস্ট রাত ৮টায় চীনের রাজধানী পেইচিংয়ে শুরু হয়েছে । এ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রগে ভাষণ দিয়েছেন । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবারের অলিম্পিক গেমসের উদ্বোধন ঘোষণা করেন ।

    অলিম্পিক পরিবারের ২০৫টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদল ইতোমধ্যে পেইচিং পৌঁছেছেন এবং আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে । মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ , জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও ও ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিসহ বিভিন্ন দেশের আশিজনেরও বেশি বিশিষ্ট অতিথিও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এক সরকারী হিসাব থেকে জানা গেছে , ১১ হাজারেরও বেশি খেলোয়াড় এ গেমসে অংশ নিচ্ছে এবং এ গেমস সম্পর্কে খবরাখবর পরিবেশনের জন্যে ৩০ হাজারেরও বেশি সাংবাদিক পেইচিংয়ে এসেছেন । এ দুটি সংখ্যা আলাদা আলাদাভাবে অলিম্পিক গেমস ও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের রেকর্ড সৃষ্টি করেছে।

    রগে তার ভাষণে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির কাজকর্ম এবং ব্যাপক অলিম্পিক স্বেচ্ছাসেবকদেরকে ধন্যবাদ জানিয়েছেন । পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি তার ভাষণে বলেন ,অলিম্পিক গেমস আয়োজনের মধ্য দিয়ে অলিম্পিক চেতনা চীনে ব্যাপক পর্যায়ে প্রচার করা হয়েছে ।

    উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বিখ্যাত পরিচালক চাং ই মৌ পরিচালিত এক ঘন্টাস্থায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় । অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে : সুন্দর অলিম্পিক । অনুষ্ঠানে চীনা সংস্কৃতির সংগে অলিম্পিক চেতনার সমন্বয় করে বিশ্বের কাছে মৈত্রী ও সম্প্রীতির চেতনা তুলে ধরা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানশেষ ১৯৮৪ সালের অলিম্পিক গেমসে ৩টি স্বর্ণপদক জয়কারী , চীনের বিখ্যাত জিমন্যাস্ট লি নিং এবারের গেমসের প্রধান মশাল প্রজ্জ্বলন করেন । এবারের গেমসে যুক্তরাষ্ট্র , রাশিয়া ও চীন আগের চেয়ে বেশি সংখ্যক খেলোয়াড়দের নিয়ে গঠিত বৃহত্তম প্রতিনিধিদল পাঠিয়েছে । এই প্রথম অলিম্পিক গেমস লোকসংখ্যার দিক থেকে বৃহত্তম চীনের শহরে এবং তৃতীয়বারের মত এশিয়ার কোনো দেশে অনুষ্ঠিত হচ্ছে । পেইচিং অলিম্পিক গেমস এ মাসের ২৪ তারিখে শেষ হবে । আমাদের পরবর্তী অনুষ্ঠানে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে । শোনার জন্যে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China