v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা বিদেশী নেতাদের সঙ্গে হু চিন থাওয়ের সাক্ষাত্
    চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ৮ আগস্ট পেইচিংয়ে পৃথক পৃথকভাবে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন বিদেশী নেতার সঙ্গে সাক্ষাত্ করেছেন।

    আফগানিস্তানের প্রেসিডেণ্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতার বিষয়টিকে চীন সম্মান করে। আফগানিস্তানের নিজের নির্ধারিত উন্নয়ন পদ্ধতিকেও চীন সম্মান করে। আফগানিস্তানের পুনর্গঠনে চীন যথাসাধ্য সাহায্য করতে ইচ্ছুক। হামিদ কার্জাই আফগানিস্তানের পুনর্গঠনে চীনের সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য ও সমর্থনে আফগানিস্তানের উজ্জ্বল ভবিষ্যত অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

    রোমানিয়ার প্রেসিডেণ্ট ট্রায়ান বাসেসকুর সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, আগামী বছর হবে চীন ও রোমানিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এটি দু'দেশের সম্পর্কের উন্নয়ন প্রক্রিয়ায় একটি মাইলফলক। তিনি আশা করেন, চীন ও রোমানিয়া এ সুযোগ কাজে লাগিয়ে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ককে একটি নতুন পর্যায়ে এগিয়ে নিতে পারবে। ট্রায়ান বাসেসকুর বলেন, চীন ও রোমারিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে রোমানিয়া চীনের সঙ্গে মিলে বিভিন্ন উদযাপনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করবে। যাতে, দু'দেশের জনগণের মেত্রী আরও গভীর হয় এবং দু'দেশের সম্পর্ক আরও জোরদার হয়।

    ইস্রাইলের প্রেসিডেণ্ট শিমন পেরেসের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, চীন ও ইস্রাইল পরস্পরকে সম্মান ও সমর্থন করে আসছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুফল হয়েছে। দু'দেশে এ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে, পরিপূরক সুবিধা কাজে লাগিয়ে পরস্পরের কল্যাণকর সহযোগিতা এবং মানবিক আদান-প্রদান জোরদার হবে বলেও তিনি আশা করেন। পেরেস বলেন, একটি সুন্দর বিশ্ব এবং বিশ্ব মানবের কল্যাণে একটি সমৃদ্ধ ও সুন্দর চীনের বিকল্প নেই। তিনি আশা করেন, দু'দেশ উচ্চপদস্থ কর্মকর্তাদের আদান-প্রদান এবং সংস্কৃতি ও কৃষির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে তিনি আশা করেন।

    ক্রোয়েশিয়ার প্রেসিডেণ্ট জেপান মোসিকের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপে চীন ক্রোয়েশিয়াকে এক বিশ্বাসী বন্ধু ও অংশীদার হিসেবে বেছে নিয়েছে। ক্রোয়েশিয়ার জনগণ দেশের পরিস্থিতি অনুযায়ী যে উন্নয়ন পদ্ধতি বেছে নিয়েছে এবং ইউরোপের একায়নে অংশ নেয়ার প্রচেষ্টা চালিয়ছে, তাকে চীন সম্মান করে। মেসিক বলেন, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষীক ক্ষেত্রে দু'দেশ সুষ্ঠুভাবে সহযোগিতা করে আসছে। চীনের সঙ্গে ক্রোয়েশিয়া আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে উভয়েই পারস্পরিক অগ্রগতি ও কল্যাণের অধিকারী হতে পারে।

   (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China