v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পক গেমসে অংশ নেয়া বিশিষ্ট অতিথিদের সম্মানে হু চিন থাওয়ের আড়ম্বরপূর্ণ ভোজসভা

    পেইচিং অলিম্পক গেমসে অংশ নেয়া বিশিষ্ট অতিথিদের সম্মানে হু চুন থাওয়ের আড়ম্বরপূর্ণ ভোজসভা

    ২৯তম অলিম্পিক গেমসে অংশ নেয়া বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিদের সম্মানে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৮ আগস্ট দুপুরে পেইচিংয়ের মহা গণ ভবনের ভোজনালয়ে একটি আড়ম্বরপূর্ণ ভোজসভা আয়োজন করেন । ভোজসভায় ভাষণ দেয়ার সময় হু চিন থাও পেইচিং অলিম্পিক গেমসের জন্যে অবদান রাখা সকলকে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেন , পেইচিং অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হওয়ার জন্যে আবেদন এবং এ গেমস আয়োজনের প্রক্রিয়ায় চীন সরকার ও চীনা জনগণ বিভিন্ন দেশের সরকার ও জনগণের অকৃত্রিম সহায়তা পেয়েছে এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও অলিম্পিক পরিবারের বিপুল সমর্থন পেয়েছে ।

     এখানে আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসে অবদান রাখা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই । হু চিন থাও বলেন , অলিম্পিক গেমস যেমন ক্রীড়া প্রতিযোগিতার মহা মিলন , তেমনি তা সাংস্কৃতিক বিনিময়ের মঞ্চ । আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলন ভিন্ন দেশ , জাতি ও সংস্কৃতি সম্পন্ন লোকজনের সমাবেশ করে বিভিন্ন দেশের জনসাধারণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী জোরদার করেছে এবং মানবজাতির শান্তি ও উন্নয়নের পবিত্র ব্রতের জন্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । হু চিন থাও বলেন , আজকের বিশ্ব উন্নয়নের অভূতপূর্ব সুযোগের পাশাপাশি অভূতপূর্ব কঠোর চ্যালেঞ্জেরও সম্মুখীন হচ্ছে ।

    আজকের বিশ্বে পারস্পরিক সমঝোতা , সংযম ও সহযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে আরো জরুরী হয়ে পড়েছে । পেইচিং অলিম্পিক গেমস চীনের জন্যে যেমন , বিশ্বের জন্যেও তেমনি একটি সুবর্ণ সুযোগ । তিনি বলেন , আমাদের উচিত অলিম্পিক গেমসের মাধ্যমে বিভিন্ন দেশের জনগণের মধ্যে মন দিয়ে মতামত বিনিময় করা , পারস্পরিক সমঝোতা বাড়িয়ে অমিলকে পাশে রেখে স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধির সম্প্রীতিময় বিশ্ব গড়ে তোলা । হু চিন থাও বলেন , ২০০১ সালের পর চীন সরকার ও চীনা জনগণ নিষ্ঠার সংগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার উদাত্ত প্রতিশ্রুতি পালন করে সার্বিকভাবে অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সুসম্পন্ন করেছে । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রগে , এ কমিটির অনারারী চেয়ারম্যান জুয়ান আন্টোনিও সামারাঞ্চ আশিজনেরও বেশি বিশিষ্ট অতিথি এদিনের ভোজসভায় উপস্থিত ছিলেন ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China