v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অলিম্পিক গেমসের পর্দা ওঠার প্রতীক্ষায় চীনবাসী
    ৮ আগষ্ট সন্ধ্যায় পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনের প্রতীক্ষায় রয়েছেন চীনের বিভিন্ন জায়গার মানুষ।

    পরিবহণ, পরিবেশ, রেস্টারাঁ, স্বাস্থ্য, পর্যটন এবং নিরাপত্তা সুরক্ষাসহ পেইচিংয়ের নানা ধরণের নিশ্চয়তার কাজ সুষ্ঠুভাবে চলছে।

    অলিম্পিকের সহযোগী শহর থিয়ান চিন, ছিং তাও, ছিন হুয়াং তাও এবং শাংহাইয়ের স্বেচ্ছা সেবকরা বলেন, তারা অতিথিদেরকে স্মিত হাসিসে চীনাদের উষ্ণতা প্রদর্শন করতে চান।

    সি ছুয়ান ভূমিকম্প-কবলিত অঞ্চলে স্থানীয় সরকর দুর্গতদেরকে টিভি সেট দিয়েছে, যাতে প্রতিটি পরিবারের মানুষ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন।

    তিব্বতের লাসা শহরের পুতালা ভবনের সামনে ফুলে ফুলে সাজিয়ে সাজিয়ে "জাতি ঐক্যবদ্ধ হয়ে অলিম্পিক গেমসকে স্বাগত জানায়" শ্লোগান সংবলিত বিশাল প্ল্যাকার্ড, চীনের মানচিত্র এবং অলিম্পিক গেমসের কল্যাণের প্রতীক পাঁচটি হাপাকপা ফুওয়া পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

    সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উ লু মু ছির রাস্তার দুই পাশে এবং স্থাপনার উপর জাতীয় পতাকা এবং অলিম্পিক গেমসের পতাকা শোভা পাচ্ছে।

    দাওয়া নামে তিব্বতের একজন বৃদ্ধ বলেন, অলিম্পিক গেমস শুরু হতে যাচ্ছে। এটি চলতি বছরে আমাদের দেশের সবচেয়ে বড় দিবস। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China