v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিংয়ে শেষ দিনের অলিম্পিক মশাল হস্তান্তর শুরু

    ৮ আগস্ট পেইচিং অঞ্চলে অলিম্পিক গেমসের মশাল যাত্রার শেষ দিন ।স্বাগতিক শহরে তিন দিন ধরে হস্তান্তরের পর মশালটি এ দিন সন্ধ্যা ৮টায় নবনির্মিত জাতীয় স্টেডিয়াম 'বার্ডস নেস্ট' বা পাখির বাসায় পৌঁছে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সংগে যুক্ত হবে।

    ৮ আগস্ট সকালে পেইচিংয়ের উপকণ্ঠ চৌ খৌ তিয়ান স্মৃতি জাদুঘর চত্বরে মশাল হস্তান্তর শুরু হয়।দেশের সেরা ১০ যুবকের ১ জন হিসেবে পরিচিত বিখ্যাত কৌতুক অভিনেতা ফেং গো ছিলেন প্রথম মশাল বাহক।চৌ খৌ তিয়ান নরবানর ধ্বংসাবশেষ পার্ক,উন্নয়ন অঞ্চলের গাড়ী শহর,অলিম্পিক যুব শিবিরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পার হয়ে ফাং সান,মেন থো গো,তা শিং,পেইচিং অর্থনিতি ও প্রযুক্তি উন্নয়ন আঞ্চল এবং হাই তিয়ান এই ৫টি অঞ্চলে মশাল হস্তান্তর হবে।

    বেলা ১টার দিকে পেইচিং ১০১ মাধ্যমিক স্কুলে মশাল হস্তান্তর শেষ হবে।এর পর সরাসরি জাতীয় স্টেডিয়ামে গিয়ে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সংগে যুক্ত হবে।(শিয়ে নান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China