v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিংয়ে অলিম্পিক মশালের দ্বিতীয় দিনের হস্তান্তর

৭ আগস্ট বিকেলে পেইচিংয়ে অলিম্পিক মশালের দ্বিতীয় দিনের হস্তান্তর শেষ হয়েছে ।

এদিন সকালে পাতালিং মহাপ্রাচীর থেকে রওয়ানা হয়ে পেইচিংয়ের উপকন্ঠের ৮টি এলাকা ও জেলায় মশাল হস্তান্তর অনুষ্ঠিত হয় । পাশাপাশি থুং চৌ এলাকার মহাখালে মশাল হস্তান্তর হয়েছে । মোট ২৬৮জন মশালবাহক ১৫ কিলোমিটারের এ মশাল হস্তান্তরে অংশ নিয়েছেন । বিকেলে সাড়ে ৬টায় মশালটি পাতাল মন্দিরে পৌঁছে । এদিনের শেষ মশালবাহক ছিলেন চীনের বিখ্যাত গায়িকা সুং চু ইং ।

৮ আগস্ট অলিম্পিক মশাল পেইচিংয়ের চৌ খৌ তিয়ান প্রাচীন চীনা মানবের ধ্বংসাবশেষ জাদুঘর মহাচত্বর থেকে রওয়ানা হয়ে ফাং শান , মেন থৌ কৌ ও তা সিংসহ ৫টি এলাকায় হস্তান্তর অনুষ্ঠিত হবে । দুপুর ১টায় মশালটি ১০১ মাধ্যমিক স্কুলে অবস্থিত অলিম্পিক যুব শিবিরে পৌঁছবে এবং তারপর জাতীয় স্টেডিয়ামে পাঠানো হবে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China