v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বে র অনেক শীর্ষ নেতা পেইচিং পৌঁছেছেন

    ৮ আগস্ট অনুষ্ঠেয় ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ৭ আগস্ট বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান , সরকার প্রধান ও রাজপরিবারের সদস্যরা চীনের রাজধানী পেইচিংয়ের বিমানবন্দরে পৌঁছেছেন ।

     ৭ আগস্ট সকালে ও তার আগে যারা পেইচিং পৌঁছেছেন , তারা হলেন : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ , ভিয়েতমামের প্রেসিডেন্ট নুয়েন মিন ট্রিয়েট , অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন মাইকেল রুড , সৌদি আরবের জাতীয় নিরাপত্তা কমিটির মহাসচিব প্রিন্স বান্দার বিন সুলতান বিন আব্দুল আজিজ , ইসরাইলের প্রেসিডেন্ট শিমোন পেরেস , ক্যাবনের প্রেসিডেন্ট ওমার বংগো , আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বউতাফ্লিকা , মাদাগাস্কারের প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা , সুইজারল্যান্ড ফেডারেশনের প্রেসিডেন্ট পাস্কাল কৌছপিন , নিউজিল্যান্ডের গবর্নর জেনারেল আনান্ড সাটিয়ানান্ড , চাদের প্রধানমন্ত্রী ইউসুফ সালেহ আব্বাস , লাটভিয়ার প্রেসিডেন্ট ভালডিস জাটলার্স , ডেনমার্কের যুবরাজের পত্নী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন , কোরিয়ার সর্বচ্চো গণ পরষদের স্থায়ী কমিটির চেয়ারম্যান কিম ইয়োং নাম , আলবেনিয়ার প্রধানমন্ত্রী সালি বেরিশা , মালির প্রেসিডেন্ট আমাদু তৌমানি তুরে , স্পেনের যুবরাজ ফেলিপে দ্য বর্বোন গ্রেসিয়া , বেলজিয়ামের যুবরাজ ফিলিপ লিওপোল্ড লুইস ম্যারি এবং গিনির প্রধানমন্ত্রী আহমেদ টিডিয়ানে সোয়ারে ।

    মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ , রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন , আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই , মংগোলিয়ার প্রেসিডেন্ট নামবারিন এনখবায়ার , ফিলিপিন্সের প্রেসিডেন্ট গোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়ো ,

    এছাড়া ৮ আগস্ট জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুসা , ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক পেইচিংয়ে পৌছবেন ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আশিটিরও বেশি দেশের শীর্ষ নেতারা পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China