v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং ২০০৮ অলিম্পিক যুব ক্যাম্প পেইচিংয়ে শুরু
2008-08-07 15:44:07
 পেইচিং অলিম্পিক গেমস শুরু উপলক্ষে ৬ আগষ্ট পেইচিং ২০০৮ অলিম্পিক যুব ক্যাম্প আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এবারের যুব ক্যাম্পের প্রতিপাদ্য হলো "তরুণ-তরুণীদের ভবিষ্যত নির্মাণ"। বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলের ৪৮০ জন তরুণ তরুণী পেইচিংয়ে একত্রিত হয়ে অলিম্পিক ও চীনা সংস্কৃতি সম্পর্কে জানছেন।

    ৬ আগষ্ট বিকেলে পেইচিং ২০০৮ অলিম্পিক যুব ক্যাম্প পেইচিং ১০১ নম্বর মধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি, কমিউনিষ্ট যুব লীগের কেন্দ্রীয় কমিটির প্রথম সম্পাদক, যুব ক্যাম্প কমিটির কার্য-নির্বাহী চেয়ারম্যান লু হাও, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্য-নির্বাহী চেয়ারম্যান কুও চিন লোং, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সম্মানসূচক চেয়ারম্যান হুয়ান আন্তোনিও সামারাঞ্চ যুব ক্যাম্পের ৪৮০ জন সদস্য এবং ৩৮০ জনেরও বেশি সেচ্ছাসেবক এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

    পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,

    পেইচিং ২০০৮ অলিম্পিক যুব ক্যাম্পের সূচনা হলো।

    যুব ক্যাম্প কমিটির কার্য-নির্বাহী চেয়ারম্যান লু হাও তাঁর ভাষণে বিশ্বের বিভিন্ন জায়গার তরুণ-তরুণীদেরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এবারের যুব ক্যম্পের মাধ্যমে বিভিন্ন দেশের তরুণ-তরুণীদের বিনিময় ত্বরান্বিত করা উচিত।

    যুব ক্যাম্প বিশ্বের বিভিন্ন দেশের তরুণ-তরুণীদেরকে জ্ঞান অর্জন, অলিম্পিক অভিজ্ঞতা এবং সমঝোতা ও মৈত্রী বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম যুগিয়েছে। ঐক্য, মৈত্রী ও শান্তিসহ অলিম্পিক চেতনার প্রকাশ এবং বিশ্বের বিভিন্ন দেশের তরুণ-তরুণীদের বিনিময় ত্বরান্বিত করার জন্য খুব গুরুত্বপূর্ণ।

    অলিম্পিক যুব ক্যাম্প হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচী। এই কর্মসূচীসহ অলিম্পিক গেমসের প্রতিযোগিতা, অলিম্পিক অনুষ্ঠান এবং অলিম্পিক সাংস্কৃতিক দিবস হচ্ছে অলিম্পিকের প্রধান ৪টি তত্পরতা।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আজীবন সম্মানসূচক চেয়ারম্যান হুয়ান আন্তোনিও সামারাঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,

    প্রথমে আমি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা খুব ভাগ্যবান যারা পেইচিং অলিম্পিক গেমসে অংশ নিচ্ছেন। আমি সবাইকে নিশ্চয়তা দিতে পারি, পেইচিং অলিম্পিক গেমস ইতিহাসের সবচেয়ে ভালো অলিম্পিক হবে। আমাদের চীনা বন্ধুদেরকে এর জন্য ধন্যবাদ দিতে হবে। অলিম্পিক গেমস শুরু হবে। আমি মনে করি, সবাই আমার মতো আশা করেন যে, এবারের অলিম্পিক গেমস সফল হবে। সবাই পেইচিংয়ে হাসিখুশি সময় কাটাবেন বলে কামনা করি। আমি বিশ্বাস করি, সবাই গভীরভাবে পেইচিং অলিম্পিক যুব ক্যাম্পের অভিজ্ঞতা মনে রাখবেন।

    এবারের যুব ক্যাম্পে ১০ জন প্রতিবন্ধী তরণ-তরুণীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অলিম্পিক গেমসের ইতিহাসে এ ধরণের কর্মসূচীতে এটা প্রথমবারের মতো প্রতিবন্ধীদের অংশ গ্রহণ। এ ১০ জন বিশেষ সদস্যকে ভালোভাবে যুব ক্যাম্পে সময় কাটানোর জন্য ক্যাম্প কমিটি তাদেরকে বেশ কিছু বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে। চীনের শানতোং প্রদেশের এক জন প্রতিবন্ধী লি রোং মেই মনে করে, সে ক্যাম্পে খুব আনন্দে সময় কাটাচ্ছে। সে আরো বলে,

    আমাদের ১০ জন প্রতিবন্ধীর জন্য ক্যাম্প একজন সেচ্ছাসেবক নিয়োগ করেছে। অনেক অর্থ ব্যয়ে ক্যাম্পের অনেক স্থাপনা পুনর্নির্মিত হয়েছে। এখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।

    জানা গেছে, যুব ক্যাম্পের সময় সদস্যরা অলিম্পিক গ্রাম পরিদর্শন করবেন, অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান এবং কিছু প্রতিযোগিতা দেখবেন। তাছাড়া, নানা ধরণের বৈচিত্র্যময় বিনিময় কার্যক্রমও শুরু হবে। তারা নিষিদ্ধ নগরী এবং মাহাপ্রাচীরসহ ঐতিহাসিক স্থান ও দৃশ্যাবলী ভ্রমণ দেখতে যাবেন। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China