v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিংয়ের উপকন্ঠে অলিম্পিক মশাল হস্তান্তর শুরু
    ৭ আগস্ট অনুষ্ঠান পেইচিংয়ের উপকন্ঠে অলিম্পিক মশাল হস্তান্তর শুরু হয়েছে। ২শ' ৬৮জন মশালবাহকের প্রায় ১৫ কিলোমিটার মশাল যাত্রায় অংশ নেওয়ার কথা।

    সকাল ৭টায় ইয়ান ছিং বা তা লিং ওয়েং ছেং মহাচত্বর থেকে মশাল যাত্রা শুরু হয়। বিমান-চালক লি চৌং হুয়া ছিলেন প্রথম মশালবাহক। বা তা লিং মহাপ্রাচীর ও মি ইয়ুন জলাধারসহ পেইচিং উপকন্ঠের বিভিন্ন দৃশ্য ছাড়া থোং চৌ খালে মশাল হস্তান্তর হবে।

    সিডনি অলিম্পিক গেমসে সোনা জয়ী লিউ স্যুয়ান, এথেন্স অলিম্পিক গেমসে সোনা জয়ী ইয়াং ওয়েনচুন এবং বিশ্ব রেকর্ড ধারী, মরক্কোর অ্যাথনেট হিশাম আল গুয়েরুজের মশাল যাত্রায় অংশ নেয়ার কথা।

    বিকাল ৬টা ৩৫ মিনিটের দিকে মশাল তি থান পার্কে পৌঁছার কথা। এ সময় সর্বশেষ মশালবাহক গায়িকা সোং জু ইং আধারে অগ্নি প্রজ্জলন করবেন।

    খোং চিয়া চিয়া

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China