v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সামুদ্রিক দৃশ্য স্বপ্নের ছবির মতো সুন্দর
2008-08-05 15:44:50

    হান জাতির মতো বসন্ত উত্সব, ড্রাগন নৌকা উত্সব ও মধ্যশরত উত্সব ছাড়াও চিং জাতির সবচেয়ে সমারোহময় ও আড়ম্বরপূর্ণ উত্সব হচ্ছে প্রতি বছরের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী ১০ জুনের 'ছাং হা' বা গানের উত্সব। স্থানীয় গাইড ইয়াং চিং হোং গানের উত্সব সম্পর্কে বলেন,

    ছাং হা মানে গান গাওয়া। গানের মাধ্যমে হৃদয়ানুভূতি বিনিময়, গানের মাধ্যমে বন্ধুত্ব করা এবং গানের মাধ্যমে সমুদ্র দেবতার হৃদয়ানুভূতি প্রকাশ করা।

    গানের উত্সব উপলক্ষে চিং জাতির সবাই সুন্দর সুন্দর কাপড় পরে তোংসিং শহরের কেন্দ্র থেকে ১৫ কিলোমিটার দূরের হা থিং-এ গিয়ে প্রাণ ভরে নাচ-গান করে।

    বন্ধুরা, স্থানীয় সুন্দর দৃশ্য বন্দনার গান 'ওয়ান ওয়ান'-এর সঙ্গে সঙ্গে আমরা এখন সমুদ্র তটরেখা বরাবর পূর্ব দিকে এগিয়ে ছিন চৌ শহরের সান নিয়াং ওয়ান উপ-সাগরের তীরে এসে দাঁড়িয়েছি। চোখের সামনেই সবুজ সমুদ্র, বালিয়াড়ি, বিভিন্ন ধরনের নুড়ি পাথর এবং চীনের বিখ্যাত হাতির দাঁতের মতো দুধ সাদা ডলফিন।

    ডলফিন হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় প্রাণী। এরা বুদ্ধিমান, বন্ধুত্বপূর্ণ, বাধ্য ও সুশ্রী। সান নিয়াং উপ-সাগর হচ্ছে ডলফিন দেখার সবচেয়ে ভালো জায়গাগুলোর মধ্যে একটি। সান নিয়াং উপ-সাগরকে 'চীনের সাদা ডলফিনের জন্মস্থল বলে অভিহিত করা হয়। এ সব ডলফিনের শরীরের বেশির ভাগ অংশই দুধের মতো সাদা। পেট ও লেজের রঙ গোলাপী এই ডলফিন চীনের প্রথম পর্যায়ের সংরক্ষিত প্রাণী। সান নিয়াং উপ-সাগরে সারা বছরে কয়েকশ' সাদা ডলফিন দেখা যায় এবং মাঝে মাঝে সেগুলো খুব কাছে চলে আসে। জেলেরা যখন সমুদ্রে মাছ ধরে বা পর্যটকরা সমুদ্র দেখতে যায়, তখন ঝাঁক বেঁধে ডলফিন মাছ-ধরার ট্রলারের পেছনে পেছনে ছুটতে থাকে অথবা সমুদ্রে লুটোপুটি খেয়ে খেলা করতে থাকে। এ যেন মানুষ ও ডলফিনের মধ্যে বহু যুগের নিবিড় সম্পর্কের ছবি।


1 2 3 4
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China